পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oav পুরোহিত-দর্পণ । ৩য় খণ্ড । গোষ্ঠস্থান, বৃষশূন্ত শিবালয়, অশ্বখ ও আমলকী বৃক্ষের মূল, গোশাল, জলমধ্যবর্তী স্থান, দেবালয়, সমুদ্রতীর ও নিজগৃহ এই সকল স্থানে সাধনাকার্য্য প্রশস্ত । পুরশ্চরণের পূর্ব-কর্তব্য । পুরশ্চরণ করিবার পূর্বদিবস হবিন্যাশী ও ব্রহ্মচারী হইবে এবং যে কয় দিন জপ করিতে হয়, সেই কয় দিবসই হবিন্য করিতে হয় । পুরশ্চরণকালে লবণ, ক্ষরিদ্রব্য, মধু, মনের কুটিলতা, ক্ষৌরকর্ম, তৈলমর্দন, অনিবেদিত অন্নভোজন, অসঙ্কল্পিত কার্য্য এবং গাত্র-মার্জনাদি পরিত্যাগ করিবে । পঞ্চগব্য অথবা আমলকীরস দ্বারা মন্ত্রপাঠপূর্বক স্বান করিয়া যথোক্তবিধানে আচমন’ও দেবতার অর্চনা করিয়া ত্রিসন্ধT বা এক সন্ধ্যা জপ করিবে । শক্ত হইলে তিনবার, অশক্ত হইলে একবার স্বান করিবে । জপের নিয়ম । জপকালে অন্ত শব্দ একবার উচ্চারণ করিলে “ওঁ" এই মন্ত্র পাঠ এবং পারস্তাদি বিজাতীয় শব্দ উচ্চারণ করিলে একবার প্রাণায়াম করিয়া পুনরায় জপ করবে। অনেক কথা বলিলে আচমন ও অঙ্গন্যালাদি করিয়া পুনরায় জপ কৱিবে । মল-মূত্রের বেগধারণ করিয়া, মলিন বস্ত্র পরিধান করিয়া, কেশ ও মুখাদির দুর্গন্ধযুক্ত হইয়া কদাচ জপ করিবে না। আলস্ত, জগুণ, নিদ্রা, ক্ষুৎ (হঁচি ), খুৎকার, ভয়, নীচাঙ্গ-স্পর্শন এবং ক্রোধ জপকালে পরিত্যাগ করিবে । পুরশ্চরণ সিদ্ধির নিমিত্ত প্রতিদিন অনতিবিলম্বিত, অনতিদ্রুত এবং নিয়মিত সংখ্যায় জপ করিবে । আরস্ত দিবসে যত সংখ্যায় জপ করিবে, প্রতিদিন তত সংখ্যা জপ করিতে হয়, নুনাধিক্যে সিদ্ধিলাত ঘটে না । কলিতে নির্ণীত সংখ্যার চারিগুণ জপ করিতে হয়। মানস-জপে কোন নিয়ম নাই । ° সূৰ্য্য, অগ্নি, গুরু, চন্দ্র, প্রদীপ, জল, ব্রাহ্মণ এবং গো-সন্নিধানে জপ প্রশস্ত । গ্রামে জপ করিলে কুৰ্ম্ম-চক্রের বিচার করিতে হয়। কিন্তু পৰ্ব্বত, সমুদ্রতীর, পুণ্যারণ্য বা নদীতটে পুরশ্চরণ করিলে কুৰ্ম্মচক্র বিচার করিতে হয় না। * কুৰ্ম্মচক্র করিয়া পূৰ্ব্বকথিত পৰ্ব্বত প্রভৃতি স্থান ব্যতীত স্থানে যদি পুরশ্চরণ