পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@@食 পুরোহিত-দর্পণ । ৩য় খণ্ড । করিয়া মনে মনে অস্তুজ্ঞা লইবে । তৎপরে প্রদীপ জালিয়া চক্রের উপর প্রশস্ত আসনে উপবেশনান্তে আচমনপূৰ্ব্বক স্বস্তিবাচন করিয়া ,স্বল্প করিবে— “বিষ্ণুরো তৎসদদ্য অমুকে মাসি অমুকরাশিস্থে ভাস্করে অমুকে পক্ষে অমুকতিথাবারভ্য অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম শ্ৰীমদমুকদেবতায় অমুকমন্ত্রস্ত সিদ্ধিকামোহমুকমন্ত্রস্ত ইয়ৎসংখ্যকজপ-তদশাংশহোম-তদশ্য ংশতপণ-তদশাংশ|ভিষেক-তদশাংশব্রাহ্মণভোজনরূপং পুরশ্চরণমহং করিস্থ্যে ।” সঙ্কল্পস্থত্ত পড়িয়া সামান্তাধ্য করিয়া “দ্বারদেবতাভ্যো নমঃ" এই মন্ত্র পাঠ করিয়া পূজান্তে স্থানশোধনাদি করিবে । যথা—মূল মন্ধে বীক্ষণ, ফটু মস্ত্রে প্রেক্ষিণ, ঐ মস্ত্রে তাড়ন, হু মন্ত্রে অভু্যক্ষণ করিয়া, আসনগুদ্ধিপূর্বক, ভূতশুদ্ধি, প্রাণায়াম, ঋষ্যাদিন্যাস, অঙ্গস্তাস, করন্যাসাদি স্ব স্ব পদ্ধতি অনুসারে করিবে । যথাশক্তি ইষ্টদেবতার পূজা পূর্বক গুরু, দেবতা ও মস্ত্রের ঐক্য চিন্তা করিয়া, প্রাতঃকাল হইতে জপবিধান ক্রমে প্রতিদিন সমসংখ্যক এবং তন্ত্রসারাদি গ্রন্থে কথিত দেবতাবিশেষে বিহিত সংখ্যানুসারে জপ করিলে । দেবতাভেদে জপের ক্রমভেদ আছে—সে বিস্তু , বষয়, গুরুর নিকটে উপদেশ লইবেন । জপসমাপনান্তে গুহ্যাতি’ মন্ত্র পাঠ করিয়া, কুশ কিম্বা পুপযুক্ত জল লইয়া, তেজোময় জপফল পুরুষদেবতার দক্ষিণ হস্তে ও শক্তিদেবতার বাম হস্তে সমর্পণপূর্বক জপ সফল মনে করিলে। তৎপরে পুনশ্চ সেতু ও অশৌচভঙ্গ মন্ত্র পাঠ এবং প্রাণায়াম করিয়া, দেবতা ও গুরুকে প্রণাম করিবে । এইরূপে প্রতিদিন নিয়মিত জপান্তে অথবা সৰ্ব্ব সম্পূর্ণ হইলে, শেষদিনে বা তৎপরদিনে জপের দশাংশ সংখ্যানুসারে হোমাদি করিবে, যথা— তান্ত্রিক মস্ত্রে তান্ত্রিক বিধানে, নচেৎ ভবদেবোক্ত বিধানে বহ্নিস্থাপনাদি করিয়া দেবতাবিশেষে বিহিত সমিধ দ্বারা জপের দশাংশ-সংখ্যক হোম করিয়া উদীচ্যাঙ্গ কৰ্ম্ম করিবে । পুরশ্চরণ-তপণ। নদী প্রভূতিতে স্বান করিয়া তীরে বসিয়া, দেবতাকে ধ্যান করতঃ, উদকাত্মক পাদ্যাদি দ্বারা পূজাস্তে মূল উচ্চারণপূর্বক “অমুকদেবতামহং তৰ্পয়ামি নমঃ" এই মন্ত্রে হোমের দশাংশ সংখ্যকবার দেবতাকে তৰ্পণ করিবে ।