পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ খণ্ড । * শ্ৰাদ্ধকাণ্ড । やW* Εμπ" করিয়া কুশ তিল জলগ্রহণ করতঃ “বিষ্ণুরোম্ অদ্যেত্যাদি অমুকগোত্রস্ত প্রেতস্ত অমুকদেবশৰ্ম্মণঃ আস্তৈকোদিষ্টশ্ৰাদ্ধং কর্তুং কুশময়ব্রাহ্মণমহং নিমন্ত্রয়ে” বলিয়া নিমন্ত্রণ করিবে । পরে পুরোহিত “ওঁ নিমন্ত্রণ-প্রসপ্লোইস্মি” এই বলিবেন । অনন্তর কৃতাঞ্জলি হইয়া—“ওঁ অক্রোধনৈঃ” ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া “ওঁ স্বাগতং তবতা” এই প্রশ্ন করিবে । পরে পুরোহিত “ওঁ সুস্বাগতং" ইহা বলিলে ব্রাহ্মণে পুনৰ্ব্বার পাদ্য প্রদান করিয়া আসন ধারণ করতঃ "ওঁ সিদ্ধমিদমাসনমত্রাস্ততাং” ইহা বলিলে পুরোহিত “ওঁ আস্ততাং” বলিবেন । তৎপরে ব্রাহ্মণে এক গণ্ডুষ জল প্রদান করিয়া কৃতাঞ্জলি হইয়া “ওঁ দেবতাভ্যঃ” ইত্যাদি মন্ত্র তিনবার পাঠ করিবে । পরে আসন ধাবণ করিয়া গায়ত্রী পাঠ করতঃ ব্রাহ্মণে জলগণ্ডুষ দিয়া তুলসী পত্রসহ মোটক গ্রহণ করিয়া অনুজ্ঞা করিবে,—“আদ্যেত্যাদি অমুকগোত্রস্ত প্রেতস্ত অমুকদেবশৰ্মণোহশৌচান্তাদ দ্বিতীয়েইতুি অমুকগোত্রস্ত প্রেতস্ত অমুকদেবশৰ্ম্মণ আছৈ কোদিষ্টশ্ৰাদ্ধং দর্ভময়ব্রাহ্মণেহহং করিষ্ঠে" বলিয়া অনুজ্ঞা লইলে পুরোহিত “ওঁ কুরুন্ধ” এই কথা বলিবেন । অতঃপর সাংবৎসরিক শ্রাদ্ধক্রমে যাবতীয় ক্রিয়া সম্পন্ন করিবে । কেবল “পিতৃ” পদ স্থানে “প্রেত” পদ উল্লেখ করিতে হইবে। যজুৰ্ব্বেদীয় মাসিক শ্রাদ্ধবিধি ! * ইহার ক্রম সমস্তই সাংবৎসরিক একেদিষ্টশ্ৰাদ্ধ বিধির ন্যায়, কেবলমাত্র বাক্যাদিতে “পিতৃ” পদ স্থানে “প্রেত” পদ এবং “একোদিষ্টবিধিক-সাংবৎসরিক শ্ৰাদ্ধং” স্থলে “প্রথমমাসিকৈকোদিষ্টশ্রাদ্ধং” বলিতে হইবে । এইরূপ যথাক্রমে দ্বিতীয় মাসিক, তৃতীয় মাসিক, চতুর্থ মাসিক ইত্যাদি বলিবে । অপিচ সমস্তমন্ত্রাদিতে “পিতৃ” পদ স্থানে “প্রেত” পদ বলিতে হইবে, কিন্তু “দেবতাভ্যঃ পিতৃভ্যশ্চ” “মধু বাতা ঋতায়তে” “আ মা বাঙ্গস্ত" ইত্যাদি মন্ত্রের পিতৃপদ স্থলে প্রেত পদ উল্লেখ হইবে না। এবং প্রেতশ্রাদ্ধে “ওঁ দাতারো নোছভিবৰ্দ্ধস্তাং” এই আশীৰ্ব্বাদশ্বচক প্রার্থনা মন্ত্রটিও পঠিত হইবে না। i Чostнцпst . ঋগ্বেদীয়-পাৰ্ব্বণ শ্ৰাদ্ধপ্রয়োগ । . . ; তত্ৰ পূৰ্ব্বদিনে নিরামিবৈবভক্ত খংকৰ্ত্তব্যানিশ্চয়েছপি তৰিহিতঃ। ততঃ