পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২৬ পুরোহিত-দর্পণ । 《직 학한 1 প্রভাবে তার দুঃখ হৈল নাশ। বিবিধ সম্পদ লাভ পূর্ণ অভিলাষ ইহলোকে সুখ ভুঞ্জি অন্তে মোক্ষ পায়। হরি হরি বল সবে বৃথা দিন যায় ॥ স্বত কহে অবধান কর মুনিগণ । পুনঃ অন্য কথা বলি শুন দিয়া মন । ছিল বলি-শ্রেষ্ঠ নৃপ উল্কামুর্থনামা । ভদ্রশীল৷ ভাৰ্য্যা তার অতি প্রিয়তমা ॥ সরোজ-বদন সতী পরম সুন্দরী। চলনীলোৎপলনিত নয়ন-মাধুৰী ॥ রত্ন আদি অলঙ্কারে অঙ্গ করে শোভা । মালতীর মালা গলে অতি মনোলোতা | ভাৰ্য্যার সহিত রাজা অতি ভক্তিভরে। সত্যনারায়ণ-ব্রত করে সিন্ধুতীরে ॥ বানিজ্য কারণে সাধু নৌকা বাহি যায়। তীরে হইতেছে পূজা দেখিবারে পায় ॥ নৌকা বাধি তীরে আসি করিয়া প্রণাম । জিজ্ঞাসে কাহারে পূজ বল গুণধাম ॥ রাজা বলে পূজা করি সত্যনারায়ণ পূজিলে সবার হয় অভীষ্ট পূরণ ॥ শুনি সওদাগর কহে হয়ে হৃষ্টমন । ব্রতের বিধান কিবা বলহ রাজন ॥ পুত্র-কন্যা-হীন আমি অতি দুবাশয়। অবহু করিব ত্রত যদি তাহা হয় ॥ উপবিষ্ট হয়ে সাধু প্রসাদ লইয়া । বাণিজ্যে গেল না, গেল গৃহেতে ফিরিয়া ॥ লীলাবতী নামে ভাৰ্য্যা আছিল গৃহেতে। ব্ৰতকথা বলে সাধু তাহার সাক্ষাতে ॥ সত্যবরে যদি পুত্র কিম্বা কন্যা হয়। বিবিধ বিধানে তারে পুজিব নিশ্চয় ॥ কিছুদিন মধ্যে সাধুভাৰ্য্যা লীলাবতী। সত্যদেবপ্রসাদেতে হৈল গর্ভবতী ॥ সৰ্ব্বসুলক্ষণ গর্ভ দশমাস হৈল । সাধুর রমণী এক কন্যা প্রসবিল ) অতীব নিৰ্ম্মলা বালা পরম রূপসী । দিনে দিনে বাড়ে যথা শুকপক্ষে শশী ॥ আনন্দিত হৈয়া সাধু জাতকৰ্ম্ম সারি। কলাবতী নাম তার রাখিল বিচারি ৷ সাধুভাৰ্য্যা কহে নাথ গিয়াছ ভুলিয়া । সত্যদেবে না পুজিলে মানস করিয়া ॥ হাসি সাধু কহে প্রিয়ে কি ভাবনা কর । মানসা করিব শোধ বিবাহে কন্যার ॥ ক্রমে বিবাহের কাল হইয়া উঠিল দেখি সাধু পাত্র জন্য দূত পাঠাইল । কাঞ্চন নগরে এক বণিকের পুত্র । বিশুদ্ধ বংশেতে ; জন্ম উপযুক্ত পাত্ৰ ॥ বন্ধুসহ হর্ষচিত্ত হয়ে সদাগর । কন্যাদান কৈল তারে করি সমাদর ॥ কিন্তু নিজ ভাগ্যদোষে বিপাকে পড়িল। সত্যনারায়ণের পূজা নাহিক করিল। প্রতিজ্ঞা করিয়া এবে না করে পূরণ ৷ হইলেন প্রভু তাহে অতি রুষ্ট মন ॥ কিছুদিন অন্তে সাধু লয়ে জামাতারে । বাণিজ্য কারণে যায় রত্নসার পুরে ॥ বসতি করয়ে তথা রাজা চন্দ্রকেতু । • সাধু পোষে স্থষ্টে রোষে যেন ধূমকেতু ॥ চন্দ্রকেতু গুণসিন্ধু সিন্ধু-তীরে পুর। অশ্ব গজ ধন রত্ন আছয়ে প্রচুর। বিকি কিনি করে সাধু,