পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । * সত্যনারায়ণ-পাচালী । SVలి. জামাতারে না দেখিয়া তথা । তার্ষ্য সহ কাব্দে সাধু কোথায় জামাত ॥ ঘাটে গিয়া কলাবতী শুনিতে পাইল । স্বামী তার অকস্মাৎ জলেতে ডুবিল। পতির বারতা শুনি কাদিয়া উঠিল। হা নাথ বলিয়া ভূনে আছাড়ি পড়িল ॥ কাদে কন্যা কলাবতী, না দেখিয়া প্রাণপতি, ধুলায় ধূসর কলেবৰ । কপালে কঙ্কণ হানে, বারি বহে দু’নয়নে, বলে কোথা গেলে প্ৰাণেশ্বর । আলু থালু কেশ-পাশ, নাহি সম্বরয়ে বাস, বলে আর কি কায জীবনে। চাহিয়া নাথের মুখ, সহিয়া সকল দুঃখ, রহিয়াছি সংসার প্রাঙ্গনে ॥ আর কিবা আশা করি, থাকিব জীবন ধরি, নাথ মোর ডুবিয়াছে জলে । আর ত পাবনা দেখা, হৃদি-নিধি প্রাণসখা, সম্বল যে ইহ পরকালে ॥ করিয়াছি কিবা পাপ, কেন হেন মনস্তাপ, কি দোযেতে হইলাম দোষী। কিছুই না জানি আমি, জানেন অন্তরযামী, কেন মোর এ দুঃখের রাশি ॥ এইরূপে নানা ছাদে কান্দিয়া কান্দিয়া । কলাবতী কন্যা পরে বসিল উঠিয়া স্বামীর পাদুকা ছিল পূজিয়া যতনে। করে স্থির যাইবার স্বামীসমরণে ॥ কন্যার দুৰ্দ্ধশা দেখি কঁাদে কলাবতী ৷ বলে সাধু কোথা গেল দুহিতার পতি ॥ সাধু কহে এই ছিল সমুদ্র কিনারে । আর নাহি দেখি নৌকাসহ জামাতারে ॥ কি জানি দৈবের মায়া বুঝিতে না পারি। সত্যদেব দয়া কর করুণ বিতরি ॥ পূজিব তোমারে প্রভু বিভব-বিস্তারে । মিলাইয়া দেহ দেব মোর জামাতারে ৷ কৃপাময় কমলেশ সত্যনারায়ণ। সাধুর উপরে তবে কৃপাবান হন । * হইল আকাশবাণী, শুন সাধু গুণমণি, পতি দরশনের আশাতে। কলাবর্তী তব বালা, আমার প্রসাদে হেলা, করি দুঃখ পায় সে পাপেতে ॥ সত্বর গৃহেতে গিয়া, প্রসাদ কুড়ায়ে নিয়া, ভক্তিভাবে করুক ভক্ষণ । সহ নৌকা রত্ন ধন, পাইবেক পতিধন, মনোবাঞ্ছা হইবে পূরণ ॥ শুনি কলা ছুটি যায়, প্রসাদ কুড়ায়ে থায়, সত্যদেবে করি নমস্কার । বলে প্রভু দয়া কর অবলার দোষ হর, তুমি দেব জগতের সার । অতঃপর ঘাটে গিয়া, দেখে কলা নিবুধিয়া, স্বামী আছে নৌকার উপরে। সবে হয় হৰ্ষমতি, সত্যনারায়ণে স্তুতি, করে সাধু সভয় অন্তরে i - সুমি প্রভু দীন হীন, ক্রিয়াকাণ্ড সব হীন, কেমনে জানিব তব মহিমা অপার । তুমি সত্ত্ব রজস্তম, তুমি আগম নিগম, তুমি যাগযজ্ঞ বেদ পুরাণের