পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৫২ পুরোহিত-দর্পণ । 6 জপ সমর্পণপূর্বক নমস্কার করিয়া প্রার্থনা করিবে।—যথা—ওঁ ঋণপাতকদেীর্ভাগ্য-দারিদ্র্য-বিনিবৃত্তমে। অশেষাঘবিনাশায় প্ৰসীদ মম শঙ্কর। গৃহাণ ভব পাৰ্ব্বত্য সহ পুজাং ময়া কৃতাম্। তারপর বলিদান দিবে। যথা—সুলক্ষণ ছাগ পশু দেবতার সম্মুখে আনয়ন করতঃ অর্ধ্যোদক দ্বাবা মূল মন্ত্রে প্রোক্ষণ কবিয়া, ধেমুমুদ্রা দ্বারা অমৃতীকরণ করিয়া নিম্নোক্ত মন্ত্র পাঠ পূৰ্ব্বক পশুর শৃঙ্গে ও ললাটে সিন্দূর দিবে । মন্ত্র যথা— “ওঁ জবাকুসুমসঙ্কাশে স্বৰ্য্যকোটিসমপ্রতে। সিন্দূরকজলাদীনি গৃহ্ন গৃহ্ন যথাসুখম্।।” পবে গন্ধপুষ্প ও অক্ষতদ্বারা পশুব পূজা করিবে এবং পশুর কর্ণে গায়ন্ত্রী পাঠ করিবে । যথা— “ওঁ পশুপালীয় বিদ্যুহে বিশ্বকৰ্ম্মণে ধীমহি । তন্নো জীবঃ প্রচেীদয়াৎ ॥” তারপর পশুর গাত্রে তৈরবন্যাস করিবে । যথা— মস্তকে ক্ষে অসিতাঙ্গ-ভৈরবায় নমঃ । মুখে ক্ষেী রুরু-ভৈরবায় নমঃ । হৃদয়ে ক্ষেী চণ্ড-ভৈরবীয় নমঃ । নাভিতে ক্ষে ক্ৰোধভৈরবায় নমঃ । দক্ষিণপদে ক্ষে উন্মত্ত-ভৈরবায় নমঃ । বামপদে ক্ষেী কপালি-ভৈরবায় নমঃ । পৃষ্ঠে ক্ষে ভীষণ-ভৈরবায় নমঃ। গলে ক্ষেীর্ণ সংহারভৈরবীয় নমঃ । অতঃপর তিল কুশ জল হস্তে লইয়া সঙ্কল্পবাক্য করিবে । যথা, – “ওঁ তৎসৎ অদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্রস্ত ঐঅমুকদেবশৰ্মণঃ শ্ৰীবৈদ্যনাথম্ভ দশবর্ষাবচ্ছিন্ন-তৃপ্তিকামনয়া ইমং পশুং খ্ৰী:বদ্যনাথায় তুভ্যমহং সম্প্রদদানি।” এইরূপ বাক্য করিয়া পশু উৎসর্গ করিবে । পরে পাঠ করিবে— “ওঁ যজ্ঞার্থে পশবঃ স্বষ্টা যজ্ঞার্থে পশুঘাতনম্। অতত্ত্বাং ঘাতয়িস্থ্যামি তস্মা যজ্ঞে বধোহবধঃ" ॥ তারপর খড়গ পূজা করিবে। যথা—খড়েগর মূল, মধ্য ও অগ্রভাগে সিন্দুর স্বারা তিনটা বর্তুলাকার অঙ্কিত করিয়া অগ্রভাগে “জীং” মধ্যে “হুং” মূলে “ষ্ট্ৰী” লিখিয়া ধ্যান করিবে। যথা,— “ওঁ কৃষ্ণং পিমাকপাণিঞ্চ কালরাত্রিস্বরূপিণম্ ॥ উগ্রং রক্তাস্তনয়নং রক্তমাল্যাকুলেপনম ॥ রক্তাস্বরধরঞ্চৈব পাশহস্তং কুটুম্বিনম্। পিবমানঞ্চ রুরিং ভুঞ্জানং ক্রব্যসংহতিম ?” এইরূপ ধ্যান করিয়া পাদ্যাদি দ্বারা “কলি কালি বজেশ্বরি লৌহদণ্ডীয়