এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দোসর
দোসর আমার, দোসর ওগো, কোথা থেকে
কোন শিশুকাল হ’তে আমায় গেলে ডেকে।
তাই তো আমি চির-জনম এক্লা থাকি,
সকল বাঁধন টুট্লো আমার, একটি কেবল রইলো বাকি—
সেই তো তোমার ডাকার বাঁধন, অলখ ডোরে
দিনে দিনে বাঁধ্লো মোরে॥
দোসর ওগো, দোসর আমার, সে ডাক তব
কত ভাষায় কয় যে কথা নব নব।
চ’ম্কে উঠে ছুটি যে তাই বাতায়নে,
সকল কাজে বাধা পড়ে, বসে থাকি আপন মনে;—
পারের পাখী আকাশে ধায় উধাও গানে
চেয়ে থাকি তাহার পানে॥
দোসর আমার, দোসর ওগো, যে বাতাসে
বসন্ত তা’র পুলক জাগায় ঘাসে ঘাসে,
ফুল-ফোটানো তোমার লিপি সেই কি আনে?
গুঞ্জরিয়া মর্ম্মরিয়া কী ব’লে যায় কানে কানে,
কে যেন তা বোঝে আমার বক্ষতলে,
ভাসে নয়ন অশ্রুজলে॥