এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৩২
দূরে এসে তা’র ভাষা কি ভুলেছি কোন্-খনে?
প’ড়্বে না কি মনে?
ঘরে-ফেরার প্রদীপ আমার রাখ্লো কোথায় জ্বেলে
পথে-চাওয়া করুণ চোখের কিরণখানি মেলে?
কোন্ রাতে যে মেটাবে মোর তপ্ত দিনের তৃষা,
খুঁজে খুঁজে পাবো না তা’র দিশা?
ক্ষণে ক্ষণে কাজের মাঝে দেয়নি কি দ্বার নাড়া—
পাইনি কি তা’র সাড়া?
বাতায়নের মুক্ত-পথে স্বচ্ছ শরৎ রাতে
তা’র আলোটি মেশেনি কি মোর স্বপনের সাথে?
হঠাৎ তা’রি সুরখানি কি ফাগুন হাওয়া বেয়ে
আসেনি মোর গানের পরে ধেয়ে?
কানে-কানে কথাটি তা’র অনেক সুখে দুখে
বেজেছে মোর বুকে।
মাঝে মাঝে তা’রি বাতাস আমার পালে এসে
নিয়ে গেছে হঠাৎ আমায় আন্-মনাদের দেশে,
পথ-হারানো বনের ছায়ায় কোন্ মায়াতে ভুলে
গেঁথেছি হার নাম-না-জানা ফুলে।