পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৫৩
বিদেশী ফুল

কহিলাম, বোঝোনি কি তোমার পরশে
হৃদয় ভ’রেছে মোর রসে?
কেই বা আমারে চেনে এর চেয়ে বেশি,
হে ফুল বিদেশী॥


হে বিদেশী ফুল, যবে তোমারে শুধাই, বলো দেখি,
মোরে ভুলিবে কি?
হাসিয়া দুলাও মাথা; জানি জানি মোরে ক্ষণে ক্ষণে
পড়িবে যে মনে।
দুই দিন পরে
চ’লে যাবো দেশান্তরে,
তখন দূরের টানে স্বপ্নে আমি হবো তব চেনা;—
মোরে ভুলিবে না॥


বুয়েনােস্ এয়ারিস্, ১২ নভেম্বর, ১৯২৪।