বিষয়বস্তুতে চলুন

পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

প্রভাতী

চপল ভ্রমর, হে কালো কাজল আঁখি,
খনে খনে এসে চ’লে যাও থাকি থাকি।
হৃদয় কমল টুটিয়া সকল বন্ধ
বাতাসে বাতাসে মেলি’ দেয় তার গন্ধ,
তোমারে পাঠায় ডাকি’,
হে কালো কাজল আঁখি॥


যেথায় তাহার গোপন সোনার রেণু
সেথা বাজে তার বেণু;
বলে, এসো, এসো, লও খুঁজে লও মোরে,
মধু সঞ্চয় দিয়ো না ব্যর্থ ক’রে,
এসো এ-বক্ষ মাঝে,
কবে হবে দিন আঁধারে বিলীন সাঁঝে॥