পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৯৯
না-পাওয়া

মলিন আকাশ তলে
যেন কোন খেয়া চলে,
কে যে যায় সারি গান গেয়ে॥


ওগো মোর না-পাওয়া গো, বসন্ত নিশীথ সমীরণে
অভিসারে আসিতেছ আমার পাওয়ার কুঞ্জবনে।
কে জানালো সে কথা যে
গোপন হৃদয় মাঝে
আজো তাহা বুঝিতে পারিনি।
মনে হয় পলে পলে
দূর পথে বেজে চলে
ঝিল্লিরবে তাহার কিঙ্কিণী॥


ওগো মোর না-পাওয়া গো, কখন আসিয়া সঙ্গোপনে
আমার পাওয়ার বীণা কাঁপাও অঙ্গুলি পরশনে।
কার গানে কার সুর
মিলে গেছে সুমধুর
ভাগ ক’রে কে লইবে চিনে।
ওরা এসে বলে, “এ কী,
বুঝাইয়া বলো দেখি,”
আমি বলি বুঝাতে পারিনে।