বিষয়বস্তুতে চলুন

পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
৪২

কেন যে আজি উঠিল বাজি’ আকাশ-কাঁদা বাঁশী
জানিস তাহা নাকি?
রঙীন যত মেঘের মতো কী যায় মনে ভাসি’
কেন যে থাকি’ থাকি’?
অবুঝ তোরা, তাহারে বুঝি
দূরের পানে ফিরিস খুঁজি’;
বাহিরে আঁখি বাঁধা,
প্রাণের মাঝে চাহিস না যে তাই তো লাগে ধাঁধা।

পুলকে-কাঁপা কনক-চাঁপা বুকের মধু-কোষে
পেয়েছে দ্বার নাড়া,
এমন ক’রে কুঞ্জ ভ’রে সহজে তাই তো সে
দিয়েছে তা’রি সাড়া।
সহসা বন-মল্লিকা যে
পেয়েছে তা’রে আপন মাঝে,
ছুটিয়া দলে দলে
“এই যে তুমি, এই যে তুমি” আঙুল তুলে বলে।

পেয়েছে তা’রা, গেয়েছে তা’রা জেনেছে তা’রা সব
আপন মাঝখানে,
তাই এ শীতে জাগালো গীতে বিপুল কলরব
দ্বিধা-বিহীন তানে।