পাতা:পৃথিবী.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I to ) একটির উৎপত্তির বিষয় জানিতে গেলেই, সমস্ত গুলির বিষয় সেই সঙ্গে জানিতে হয়। সৌর জগৎ একটি বৃক্ষ স্বরূপ, সমস্ত গ্রহ উপগ্রহ তাহার শাখা প্রশাখা। কোন একটি শাখার উৎপত্তির বিষয় ভাবিতে গলেই, যেমন সৰ্ব্বাগে বৃক্ষটির বিষয় ভাবিতে হইবে তেমনি কোন একট গ্রহের উৎপত্তি দেখিতে গেলেই যৌর জগতের উৎপত্তি ভাগে দেখা আবশ্যক। সৌর জগতের উৎপত্তি দেখিলেই পৃথিবীর উৎপত্তি আমরা ক্রমে দেখিতে পাইব । ভতি পুরাতন কাল হইতে প্রায় সকল দেশের সকল জাতির মধ্যেই স্বষ্টি সম্বন্ধে পৌরাণিক কিম্বদন্তী পাওয়া যায়। দুই এক জাতির কিম্বদন্তীতে সত্যের ছায়াও লক্ষিত হয়, কিন্তু সে সত্যের ছায়া যে কি তাহা এস্থানে আলোচনা করা বাহুল্য, তাহ প্রাকৃতিক নিয়মাবলীর তত্ত্বানুসন্ধানের ফল নহে, তাহ সম্পূর্ণ রূপে কল্পনার মানস-বস্তুত কন্যা। • প্রাকৃতিক নিয়মাবলীর পর্য্যালোচনা দ্বারা এবিষয়ে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাহাই বৈজ্ঞানিক জগতে পরিগৃহীত, এবং তাহার সংক্ষিপ্ত আলোচনাই এই প্রবন্ধের উদ্দেশ্য। জাৰ্ম্মাণ দার্শনিক কান্ট প্রথমে বৈজ্ঞানিক নিয়মানুসারে স্বষ্টি সম্বন্ধে আলোচনা করিয়া সে বিষয়ে অনেক পরিমাণে কৃতকাৰ্য্য হয়েন ।