পাতা:পৃথিবী.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[১১৬]

পরিণত। নানা নদ নদী হ্রদ ও তড়াগে শোভিত-স্থল এখন নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তু পূর্ণ। পূর্ব্ববর্তী যুগের উদ্ভিদ, এবং পরবর্তী অর্থাৎ আমাদের বর্তমান যুগের উদ্ভিদ এই যুগে একত্রে উৎপন্ন দেখিতে পাওয়া যায়।

 নানা জাতীয় লুপ্ত বৃক্ষের সহিত আধুনিক বার্ট আক রোট ওক কেলু ও বাউ জাতীয় দেবদারু, ফার, ইউ, সাইপ্রেস ইত্যাদি নানা প্রকার বৃক্ষ একত্রে বিরাজমান।

 নানা জাতীয় পর্ণীতরু শৈবাললতা ও জল-উদ্ভিদের অভাব নাই। আশ্চর্য্য এই, তখনকার সরোবরে আধু নিক জলজ উদ্ভিদ অনেক দেখা যায়, যেমন এক রূপ পানিফল (Water caltrop)। স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ, মৎস্য, পতঙ্গ, কীট, কচ্ছপ, শম্বুক ইত্যাদি এই যুগের জীব। এ সময়ে ইয়োরোপের উত্তাপ গ্রীষ্মপ্রধান দেশের মত ছিল বলিয়া আধুনিক গ্রীষ্ম দেশের জীবকঙ্গাল এ সময়ে ইয়োরোপের মৃত্তিকাতে অনেক পাওয়া যায়। এই যুগের স্তন্যপায়ী জীবের মধ্যে স্থলচারাই প্রধান। এই সময়ে পালিওথেরিয়াম অর্থাৎ পুরাতন জন্তু অ্যানোপ্লথেরিয়াম অর্থাৎ নিরস্ত্র জন্তু ও জিফাডন বলিয়। যে সকল স্থলচর্ম্মী জন্তু ছিল তাহারা উদ্ভিদাহারী এবং পালে পালে থাকিত। তাহtদের শারীরিক আকার ঘোড়া গঙার ও শূকরের মধ্যবর্তী। এই জাতীয় নানা প্রকার ও নানা আয়তনের জীবকঙ্কাল এই যুগে দেখা যায়।