পাতা:পৃথিবী.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S&W ) এখন পৃথিবীকে যেরূপ অবস্থায় দেখিতেছি পৃথিবী চিরকালই এইরূপ থাকিবে ? ভূতকাল অনেকটা বিজ্ঞানের আয়ত্তাধীন, কিন্তু ভবিষ্যৎ তাহা নহে, তবে অবরোহ প্রণালী অনুসারে ভূত কাল দেখিয়া ভবিষ্যৎ কালের সম্বন্ধে বিজ্ঞান ইহাই কল্পনা করেন যে এই উন্নতি-পরম্পর আবহমান চলাই সম্ভবপর। ইহার ধারাবাহিতাই তাহার প্রমাণ স্বরূপ। পৃথিবীর জলস্থল-বিভাগ এখন যেরূপ আছে কালে যে পরিবর্তিত হইবে ন, ইহা অসম্ভব বলিয়। মনে হয় । পৃথিবীর ভবিষ্য ইতিহাসের আর একটি পৃষ্ঠ গড়িতে সকলেরই কৌতুহল হয়। আদিম কালের আকরিক পদা র্থের প্রাধান্য লোপ করিয়া যেরূপ উদ্ভিদ উৎপন্ন হইয়াছিল, পরে উদ্ভিদের পরিবর্তে জীবজন্তু এবং জীবজন্তুর পরিবর্তে মন্থয্যের প্রাধান্য দৃষ্ট হইয়াছে, সেইরূপ মন্ত্যজাতির প্রাধান্য গিয়া অপর উন্নত জাতির আবির্ভাব হইবে কি না ? বিজ্ঞান এ প্রশ্নের উত্তর দিতে অসমর্থ। মঙ্গল ও ক্রমোন্নতি ঈশ্বরের স্বষ্টির নিয়ম। এই উন্নতির চরম সীমায় মনুষ্য অবস্থিত কি না তাহ অনন্ত ব্যাপ্যমান জ্ঞান স্বরূপ ঈশ্বরেই লুক্কায়িত, ইহা মনুষ্যের জ্ঞানাতীত। -ణాలze=