পাতা:পৃথিবী.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $७y ] পড়ে। পৃথিবী যে পদার্থে নিৰ্ম্মিতভাহা কাচের সমধৰ্ম্ম, স্বভা ভূগর্ভুের পদার্থ চাপবৃদ্ধি হেতু যে কণ্ঠ হইবে এমন বলা যায় না । - ভূগর্ভ সম্বন্ধে আর যে দুইটি মত বলিবার আছে তাহার যুক্তি গুলি অপেক্ষাকৃত সামান। একটর, স্থল মৰ্ম্ম এই পৃথিবী প্রকাও হাসের ডিমের মত। ডিম্বস্তু শ্বেত পদার্থ লেনন তাহার উপরিস্থ খোলা এবং অভ্যন্তরের লোহিতাংশের মধ্যে অবস্থিত, তেমনি পৃথিবীর আবরণ ও কেন্দ্রের মধ্যবর্তী স্থান দ্রব পদার্থ পূর্ণ হইয়া পৃথিবীর উৰ্দ্ধ, নিম্ন দুই ভাগকে বিবুল্ল করিতেছে। কুম্মে মোম গন্ধক প্রভৃতি পদার্থের উপর পরীক্ষা করিয়া বস্তুর দ্রাবণের সম্পর্কে উgাপে প্রভাবের বিষয়ে যাহা বলেন ভঙ্কাকেই স্তাবলম্বন করিষ| উপরি উক্ত 兰 -عمير মভটি অবস্থিত। এই মতে প্রবর্তকের বলেন, পৃথিবীর যন্ত নীচে যাইবে ততই পধিক চাপ, আর চপাধিক্য সঙ্গঙ্কারে কোন বস্তুকে গলাইছে যেঞ্জালে উক্তরোস্তুর অধিক উদ্ভাপ লাগে, সেকালে নিয়ের পদার্থকে দ্রব অবস্থায় রাধিতে ক্রমশ অধিক স্থ্যৈপের অবশ্যক। কেন্দ্ৰে সৰ্ব্বাপেক্ষা চাপ অধিক ; তথাকার পদার্থকে গলাইতে যে প্রচণ্ড উত্তাপের আবশ্যক, তাহ কি কেন্দ্রে আছে ? তাহারা বলেন কেন্দ্রে অতিশয় উত্তাপ আছে বটে, কিন্তু তথাপি সেখানকার পদার্থকে দ্রব অবস্থায়