বিষয়বস্তুতে চলুন

পাতা:পৃথিবী.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ دُہراؤ ] গতিশক্তিরই অংশ দির জলকে চালায়। ইহাতে স্পষ্টই দেখিতে পাওয়া যায় যে, এইরূপে পৃথিবীর গতিশক্তিবু কিছু লাঘব হয়। পূর্বের দৃষ্টাস্তে উল্লিখিত গোলার মধ্যে যদি দুইটিরই সমান ভার ও আয়তন হয়, তাহা হইলে স্থির গোলান্ধে চালাইতে গিয়া গমনশীল গোলা শীঘ্রই থামিয়া যায় এবং তাহার গতি পাইয়া স্থির গোলা চলিতে থাকে। যদি পৃথিবীর স্থলীয় অংশ ও তাহার সহিত যে জল রাশির ঘর্ষণ হয়, এ দুয়ের ভার সমান হইত তাহ হইলে পৃথিবীর গতিও থামিয়। যাইবার সম্ভাবনা হইত। সমান নহে বলিয়াই তাহীর গতির কেবল অল্প মাত্র বেগহাস হয়। এবিষয়ে আর একটা দৃষ্টাস্ত দেখা যাউক। এক খণ্ড প্রেস্তর কোন দ্রুতগামী চাকার গাত্ৰস্পর্শ করিলে সেই চাকার গতি পাইয়া প্রস্তর খণ্ড দূরে চলিয়া যায়, কিন্তু এই কাৰ্য্যে যতটুকু শক্তি ব্যয়িত হয়, তাহী চাকার গতির হিসাবে খরচ পড়ে। উহাতে দ্রুতগামী চাকার কিছু বেগ কমিয়া যায়। সেই রূপ দেখা যায়, পৃথিবীর গতিজ্ঞক্তি পূৰ্ব্বোক্ত কারণে কিছু কমিয়া গিয়াছে। এখন, নিজের চারিদিকে ঘুরিতে পৃথিবীর পূর্ব অপেক্ষ অধিক সময় লাগে, কাজে কাজেই স্থৰ্য্য-প্রদক্ষিণ সময়ের দৈর্ঘ্য এখন কিছু বাড়িয়াছে। এই জন্যই চন্ত্রের গতি বৃদ্ধি হইয়াছে, অর্থাৎ পূৰ্ব্বাপেক্ষ অল্প সংখ্যক দিবসে চন্দ্র ঘুরিতেছে মনে হয়। y 修