পাতা:পৃথিবী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় প্রস্তাব yevーyab" তৃতীয় যুগ, ভারতবর্যের উত্তর প্রদেশ দক্ষিণাত্যের সহিত এ সময় সম্ভবত: সংলগ্ন ছিল, এ বিষয়ে ভূবেত্তী ব্যান ফর্ডের যুক্তি, "গাঙ্গ প্রদেশ সমতল হইবার কারণ ইয়োসিন, অন্তর যুগ, মায়াসিন অন্তর যুগ, চৈনজাতির প্রবাদ, মাশটডন হস্তি সম্বন্ধে একটা ঐতিহাসিক সত্য গল্প, প্লায়োসিন অন্তরযুগ, জলচর স্তন্যপায়ীর প্রথম আবির্ভাব। চতুর্থ প্রস্তাব ১২৯–১৫৮ চতুর্থ যুগ, প্রায়োসিনের পরবর্তী কাল, মামথ, আধুনক কাল, তালিয়ার বন্যা, ইযুরোপীয় বন্যা, হিমশৈল কাৰ্য্য কাল, হিমশৈল কালের দারুণ শীতের আনুমানিক কারণ, মনুষ্যের জন্ম ও আসিয়ার বন্যা, মনুষ্যের জন্ম সময় নিরূপণ দুঃসাধ্য, এই সম্বন্ধে প্রমাণ, মনুষ্যের উৎপত্তি, পশু হইতে মসুয্যের প্রভেদ, অ্যাভেরনস্থ অসভ্য, মনুষ্যজাতি এক পিত। মাত হইতে উৎপন্ন কি না এ বিষয়ে মতামত, আদিয়ার বন্যা, একটি আধুনিক বন্যার বিবরণ। ভূগর্ভ Sዕs–yዓy ভূগর্ভ সম্বন্ধে প্রধান চারিটি মত, প্রথম মত সমর্থক যুক্তি, দ্বিতীয় মত সমর্থক যুক্তি, হপূকিন্স, দ্বিতীয় মতের বিরুদ্ধ যুক্তি," জৰ্ম্মাণ বৈজ্ঞানিক সাইমেন্স দ্বিতীয় মতু সমর্থক অন্যান্য যুক্তি, ইহাদের বিরুদ্ধে আপত্তি, সাইমেন্স তৃতীয়