পাতা:পৃথিবী.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هوء إلا উন্নতি করিয়াছে তাহাতে ভবিষ্যতে এ সম্বন্ধে অনেক আশা করা যাইতে পারে কেননা যে পরিমাণ জীব দেহ পরীক্ষিত হইয়াছে তাহা অপেক্ষ শত সহস্র গুণ পৃথিবীতে বিদ্যমান। ইয়োরোপে এখন যেরূপ দ্রুতপদে বিজ্ঞান অগ্রসর হইতেছে তাহ অতি আশ্চর্য্যজনক। ফরাসী পণ্ডিত রেন৷ ইয়াতে বলেন, যে আর এক শতাব্দীর পর বিজ্ঞান ব্যতীত আর কোন বিদ্যারই মনুষ্যমণ্ডলীতে চর্চা থাকিবে না। একশত বৎসর পরে কি হইবে বলা বড় দুঃসাধ্য, তবে মনুষ্যজাতির মধ্যে না হউক ইয়োরোপ আমেরিকা প্রভৃতি দেশে বিজ্ঞান ক্রমশই যে অপ্রতিহত প্রভাবে রাজ্যবিস্তার করিতেছে তাহার আর সন্দেহ নাই ; কেবল জ্ঞানগত উন্নতি ছাড়া বিজ্ঞান-প্রসাদে বাণিজ্য, শিল্প, চিকিৎসা প্রভূতি ব্যবহার-গত বিষয়েও বিশেষ উন্নতি হইতেছে। বিজ্ঞানের উন্নতি না হইলে প্রকৃত জাতীয়উন্নতি হইতে পারে না, বিজ্ঞানের কার্য্য-গত শিক্ষার অভাবেই ইয়োরোপীয় জাতি হইতে আমরা অনেক বিষয়ে পশ্চাতে পড়িয়া রহিয়াছি। যাহাতেই উন্নতি করিতে চাও বিজ্ঞানের জ্ঞান আবশ্যক হইবেই। যদি জগৎ সম্বন্ধীয় জ্ঞাম লাভ করিতে চাও ত বিজ্ঞানের ধ্যান কর। বিজ্ঞান প্রকৃতির রহস্য ভাণ্ডারের চাবি স্বরূপ । যে রহস্য দ্বারা অতি স্বল্পতম পদার্থ হইতে পৃথিবীর কঠিন আচ্ছাদন