পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ve বর্তমান ক্ষেত্রে তাহার আলোচনার স্থান নাই । যাহারা বাঙ্গালী নামের দুনাম মোচন করিয়া প্রতিষ্ঠালাভ করিয়াছিলেন, তাহদের সম্বন্ধে নানা প্রকার প্রবাদ রচিত হওয়া অসম্ভব নহে । * চাদ ও কেদার রায়ের পর বাকল বা চন্দ্রদ্বীপের অধীশ্বর কন্দৰ্প ও রামচন্দ্র রায়ের বিবরণ আলোচনা করা যাইতেছে । সেনবংশীয় শেষ পরাক্রান্ত রাজা দনেজ মাধব চন্দ্রদ্বীপের স্থাপয়িত তাহার দৌহিত্র বসুবংশীরেয়া চন্দ্রদ্বীপের অধিকার লাভ করেন। সুতরাং ইহারা অনেক দিন হইতে পরাক্রান্ত ভূইয়া-রূপে গণ্য হইয়া আসিতেছেন। মোগলবিজয়ের সময়ে কনপি রায় বাকলার অধীশ্বর ছিলেন। কন্দপনারায়ণ অতি পরাক্রান্ত বীর বলিয়া অভিহিত হইয়া থাকেন। তাহার অধীন অনেক সৈন্ত ছিল ; তিনি যবনপতি গাজীকে যুদ্ধে নিহত ও মগদিগের গৰ্ব্ব খৰ্ব্ব করিয়াছিলেন । কন্দৰ্প রায় কর্তৃক কলাপ রায় । gong, but Seripore which stood in Bickromp ore, and was destroyed by the Kirtinasa (Taylor's Topography of Dacca p. 108.)

  • তন্মধ্যে একটি প্রবাদ এই যে, মানসিংহ যুদ্ধারস্তের পূর্বে কেদার রায়কে যে পত্র লিখিয়াছিলেন, তাঁহাতে এইরূপ লিখিত ছিল :

ত্রিপুর মঘ বাঙ্গালী কাককুলী চাকানী, সকল পুরুষমেতৎ ভাগি যাও পালায়ী, হয়গজনরনৌকা কম্পিত বঙ্গভূমি বিষমসমরসিংহে মানসিংহঃ প্রযাতি ॥ কেদার রায় তদুত্তরে মানসিংহকে এইরূপ লিথিয়। পাঠাইয়াছিলেন – “ভিনত্তি নিত্যং করিরাজকুম্ভং বিভৰ্ত্তি বেগং পবনাতিরেকং ॥ করেীতি বাসং গিরিরাজশৃঙ্গে তথাপি সিংহঃ পশুরেব নাস্তঃ ॥ + “He (Ballal Sen ), conquered and annexed Mithila, where the era which he inaugurated of the birth of his son, Lakshman Sen,