পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃ :: সম্পূর্ণ বিরুদ্ধ, জাহাঙ্গীরের রাজত্বারম্ভের অব্যবহিত পরেই ১৬০৬ খৃঃ অব্দে প্রতাপের পতন হয়। মানসিংহদত্ত ভবানন্দ মজুমদারের ফাৰ্ম্মান হইতে তাহ সুস্পষ্টরূপে বুঝিতে পারা যায়, এবং এতৎসম্বন্ধে অন্তান্ত ঐতিহাসিক প্রমাণও আছে। কুলাচাৰ্য্যগণের লিখিত প্রতাপের এই ৪৫ বৎসর রাজত্বকালকে আমরা তাহার বয়ঃপরিমাণ অনুমান করিয়া থাকি। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয় বলেন যে, প্রবাদানুসারে প্রতাপ ৪২ বৎসর জীবিত ছিলেন । * তদনুসারে ১৫৬৪ খৃঃ অবে প্রতাপের জন্ম স্থির হয় । নুরুনগরের রাজবংশীয়গণ তাহদের পরিবারিক প্রবাদামুসারে প্রতাপের জীবিত কাল ৩৯ বৎসর বলিয়া থাকেন। তাহ হইলে ১৫৬৭ খৃঃ অব্দে প্রতাপের জন্মাদ স্থির করিতে হয়। শেষোক্ত দুই মত অবলম্বন করিলে গৌড়ে প্রতাপাদিত্যের জন্ম হইয়াছিল বলিয়া অনুমান করিতে হয় । আমরা ঘটকদিগের লিখিত প্রতাপের রাজত্বকালকে তাহার জীবিতকাল স্থির করিয়া ১৫৬১ খৃঃ আবে সপ্তগ্রামে তাঙ্গর জন্ম হইয়াছিল বলিয়া অমুমান করি। ইযুবেদ প্রমাণাব্দং কৃতং রাজ্যং স্ববীৰ্য্যতঃ । ধৰ্ম্মযুগে যুচন্দ্রেচ শাকে কল্পতরুরভবৎ ॥ গ্ৰহাঙ্গেযুবিধেী-শাকে যশোহরজিত; সেইভুৎ । প্রতাপাদিত্যকং জিত্বা নৃপদ্ধবিংশতিঃ সমাঃ ॥” যশোরেব ঘটকগণ প্রতাপাদিত্যের ৪e ঘৎসর জীবিত কালে রাজত্ব কাল ধরিয়া লইয়া বসন্তরায়ের হত্যার পর হইতে তাহা গণনা করিতে আরম্ভ করায় নানা প্রকার প্রমে পতিত হইয়াছেন। তাহার প্রতাপ ৪৫ বৎসর জীবিত ছিলেন এই প্রবাদকে উহার রাজত্বকালে পরিণত করিয়াছেন। কিন্তু বসন্তরায়ের হত্যার পূর্ব হইতে যে প্রতাপের রাজত্বারম্ভ তাহার অনেক প্রমাণ অাছে !

  • বিশ্বকোষ-প্রতাপাদিত্য ।

Ge