পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ© করিয়াছেন, এৰ^ আপন বুদ্ধিতে আকাশমণ্ডলকে বিস্তারিত করিয়াছেন। তিনি মেঘগৰ্জ্জন করিলে আকাশে অনেক জল সঞ্চয় হয়, তিন্তি পৃথিবীর সীমাহইতে মেঘোদয় করেন, ও বৃষ্টির নিমিত্তে বিদ্যুৎ করেন, ও আপন ভাণ্ডারহইতে বায়ু বাহির করেন। যে কেহ প্রতিমাকে মান্য করে সে পশুবৎ ; এব^ যে কেহ প্রতিমা নিৰ্ম্মাণ করে, সে লজ্জিত হইবে ; কারণ তাহার ছাচে ঢালা প্রতিমা সকল মিথ্যা, তাহদের নিশ্বাসপ্রশ্বাস নাই। তাহারা অতি আসার, ভুমাত্মক মাত্র ; দণ্ডের সময়ে তাহার। বিনষ্ট হইবে। কিন্তু যাহাতে যাকুবের অধিকার, তিনি তদ্রুপ নহেন ; তিনি রিশ্বের সৃষ্টিকৰ্ত্তা, ইসায়েল তাহার অধিকার, তাহার নাম সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর। ১ ৭ অধ্যায় | সত্য পরমেশ্বরের কথা । ১ তাহার নাম । আমি যিহোবা, এই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে দিব না, ও আপন প্রশংসা থোদিত প্রতিমাকে দিব•না | ২ পরে মূসা ঈশ্বরকে কহিল, দেখ, আমি ইসুয়েল ব^শের নিকটে যাইয় তাহাদিগকে এই কথা কহি, তোমাদের পূৰ্ব্বপুরুষদের ঈশ্বর তোমাদেরই নিকটে আমাকে প্রেরণ করলেন, কিন্তু তাহার নাম কি? এ কথা যদি তা ১ যির ১০ ; ৬-১৬ । ২ যিশ ৪২ ; ৮ ।