পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి র্ষ্যেতে বিভূষিত হন। তিনি দীপ্তিরুপ পরিচ্ছদাম্বিত হন ও আকাশকে চন্দ্ৰাতপের ন্যায় বিস্তারিত করেন। তিনি জলকে আপন অট্টালিকার মেক্সিয়া করেন, ও মেঘকে রশ্বরপ ও বায়ুকে পক্ষ স্বরুপ রুরিয়াগমনাগমন করেন। ১ আপন হস্ততালুকার মধ্যে জলরাশি কে পরিমাণ করিয়াছে ? ও অাপন বিশ্বতদ্বারা আকাশ মণ্ডল কে মাপিয়াছে? এৰণ কাঠাতে পৃথিবীর ধূলাকে মাপিয়াছে ? এবN পাল্লাতে পৰ্ব্বতগণকে ও নিক্তিতে উপপৰ্ব্বতগণকে কেতৌল করিয়াছে ? এবণ কে পরমেশ্বরের আত্মাকে পরামর্শ দিয়াছে ও মন্ত্রী হইয়া কে র্তাহাকে শিক্ষণ দিয়াছে ? তিনি কাছার সহিত পরামর্শ করিয়াছেন? ও কে তাহাকে বুদ্ধি দিয়াছে ? ও বিচারপথে কে শিক্ষা দিয়াছে ? ও কে ঠাহাকে জ্ঞান শিক্ষা দিয়াছে? ও বুদ্ধির পথ তাহাকে কে জানাইয়াছে ? দেখ, তাবৎ দেশীয় লোক কলসের বিচ্ছুর ন্যায় ও নিক্তিস্থিত ধূলার এক কণিকার ন্যায়; দেখ, তিনি উপদ্বীপ সকলকে এক পরমাণুর ন্যায় তুলেন। র্তাহার সম্মুখে তাবদেশীয় লোকেরা নগণ্য ও অসার ও অলীকমাত্র মান্য হয় । কিন্তু তোমরা কি জান নাই ও স্তন নাই ? ও পূর্ঘকালাবধি কি তোমাদের কাছে প্রকাশিত হয় নাই? ও পৃথিবীর মূল স্থাপনাবধি কি ইহা বুঝা যায় নাই ? ঈশ্বর ভূমণ্ডলের উপরে থাকেন; তাহার নিকটে পৃথিবীনিবাসিগণ ফড়িঙ্গস্বরূপ ; তিনি ব্যবধানবন্ত্রের ন্যায় আকাশমণ্ডল'ৰিস্তার করেন, ও বাস করুণার্থে তার ন্যায় তাহা প্রশস্ত করেন। ও অধ্যক্ষদিগকে সৰ্ব্বস্বরহিত করেন, ब्ल ১ গী ১৮৪; ১-৩ ৷