পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ম্মাণ করিল, এব^ চৈত্য বৃক্ষ স্থাপন করিল, ও আকাশের ক্ত্যোতিগণের পূজা ও বালের সেবা করিল। এৰণ আপনাদের পুত্র কন্যাদিগকে আনিতে প্রবেশ করাইল, এব^ গণকতা ও মায়াবিত করিল, এৰণ পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিতে ও র্তাহাকে ক্রুদ্ধ করিতে আপনাদিগকে বিক্রয় করিল। ১ এবণ পরমেশ্বর যে মন্দিরের বিষয়ে কহিয়াছিলেন, আমি যিরশালমে আপন নাম স্থাপন করিধ, মিনশি পরমেশ্বরের মন্দিরে দেবৰেদি নিৰ্ম্মাণ করাইল। এবP পরমেশ্বরের গৃহের দুই প্রাঙ্গণে সে আকাশের নক্ষত্রগণের জন্যে ৰেদি নিৰ্ম্মাণ করাইল। এব^ সে আপন পুত্রকে অগ্নিতে প্রবেশ করাইল, ও গণকতা ও মোহন করিল, এবণ ভূতড়িয়ার ও গুণির কৰ্ম্ম করিল ; সে পরমেশ্বরকে জুদ্ধ করণার্থে তাহার সাক্ষাতে অনেক পাপ কৰ্ম্ম করিল। ২ অন্যদেশীয়েরা যে বলিদান করে তাহা ঈশ্বরোদেশে না করিয়া ভূতদের উদেশে করে ; অতএব ভূতদের সহিত তোমরা সহভাগী হও আমার এমন ইচ্ছা নয়। ৩ ৪ বধ অর্থাৎ নরবলি । তোমার নিয়মের প্রতি দৃষ্টি রাখ ; কেননা পৃথিবীর অন্ধকারময় স্থান উপদ্রবির বসতিতে পরিপূর্ণ হইতেছে। ৪ তুমি কি সেই রক্তময় নগরের বিচার করিবা? তবে তা ১। ২sর ১৭ ; ১৬, ১৭ ৷ ২ ৷ ২ রা ২১ ; ৪-৩ ৷ ৩। ১ ক ১ ; ২° ।

  • 8 श्री १8 ; १० ।।