পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8५ আকাশীয় তাবৎ নক্ষত্রের ভজনা ও সেবা করিল। পরমেশ্বর যে মন্দিরের, বিষয়ে কহিয়াছিলেন, আমার নাম যিরশালমে নিত্য থাকিবে, পরমেশ্বরের সেই মন্দিরে সে দেবৰেদি নির্মাণ করাইল। এব৯ পরমেশ্বরের গৃহের দুই প্রাঙ্গণে সে আকাশের নক্ষত্রগণের জন্যে বেদি নিৰ্ম্মাণ করাইল। এৰণ সে আপন বালকগণকে হিন্নোমের উপত্যকাতে অগ্নিতে প্রবেশ করাইল, ও গণকতা ও মোহন করিল, এব^ মায়াবীর ও ভূতড়িয়ার ও গুণিয় কৰ্ম্ম করিল। সে পরমেশ্বরকে ক্রুদ্ধ করণার্থে তাহার সাক্ষাতে অনেক পাপকৰ্ম্ম করিল | ১ go মিনশি পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিয়া যিহুদা বণশকেও পাপেতে প্রবৃত্তি দিল, এব^ তাহার সেই পাপ ভিন্ন সে অনেক নির্দোষের রক্তপাত করিয়া যিক্লশালম্কে এক সীমাবধি অন্য সীমা পর্যন্ত রক্তেতে পরিপূর্ণ করিল। ২ 4 অপর আপনাস্থ অসহ্য যুদ্ধ হইতেছে, ইহা দেখিয়া মোয়াবের রাজা ইদোমের রাজার নিকটে ভেদ করিয়া যাইবার জন্যে সাত শত অস্ত্ৰধারিকে আপনার সঙ্গে লইল ; কিন্তু তাহারা পারিল না। পরে তাহার রাজপদে অভিষেচনীয় আপন জ্যেষ্ঠ পুত্রকে লইয়া ভিত্তির উপরে হোম করিল, তাহাতে ইসুয়েলের বিরুদ্ধে অতিশয় ক্রোধ উৎপন্ন হইল, পরে তাহারা তাহার নিকটহইতে যাত্রা করিয়া আপন দেশে ফিরিয়া গেল। ৬ ' তথাপি প্রত্যেক জাতীয় লোকের অাপন ২ দেৰগণ > । २ द*x ७१ ? ४-९ । ९ । २ #1 २> ; >ऽ । ॐ ॥ ९ क्लl ॐ ; २७, २१ ।।