পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ পাঠকগণের প্রতি । এই ক্ষণে এতদ্দেশে বাইবেল পুস্তক সৰ্ব্বত্র প্রচারিত স্থইয়াছে ইহা প্রায় সকলেই জ্ঞাত আছে। সেই এক মাত্র সত্য শাস্ত্র, তাহাতেই যীশু খ্ৰীষ্ট কর্তৃক মনুষ্যদিগের পরিত্রাণের পথ অতি সুল্পষ্টরুপে নির্দিষ্ট আছে ইহ। নিশ্চয় জানিবা । আর জগতের মধ্যে যত প্রকার প্রতিম। পূজা প্রচলিত আছে সে সকল নিতান্ত অলীক ও আপকষ্ট আর ঈশ্বরের ঘৃণাহ ও মনুষ্যদের মুখ বিনাশের হেতু প্রযুক্ত ঐ ধৰ্ম্মশান্ত্রে তাহা করিতে বারম্বার নিষেধ করিয়াছে। তোমাদের সূগোচরার্থে তদ্বিষয়ে তাহার অনেক প্রমাণ এই ক্ষুদু পুস্তকে স^গহীত হইল। অতএব এই সকল কথা তোমাদের মনোযোগের যোগ্য নিমিত্ত তোমাদিগকে বিশেষ বিবেচনা পূৰ্ব্বক পাঠ করিতে অনুরোধ করি। ফলতঃ আমার প্রার্থনা এই যে, নিত্য বৰ্ত্তমান ও সত্যময় পরমেশ্বর কৃপাপূৰ্ব্বক তাহার এই সকল বাক্যদ্বারা তোমাদের হৃদয়ে জানালোক প্রকাশ করত প্রতিম। আপনার সেবাতে নিযুক্ত করুন যেন তোমরা ত্ৰাণকৰ্ত্তা প্রভূ যীশু খ্ৰীষ্টকৃত পরিত্রাণ প্রাপ্ত হইয়। ইহকালে ও পরকালে সুখী হও । জর্জ পিয়াস ।