পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○・○ তাহাতে,যাকুব আপন পরিজনদিগকে ও সঙ্গি লোকদিগকে কহিল; তোমাদের কাছে য়ে সকল দেবপ্রতিমা আছে,তোমরা তাহা দূর করিয়া অন্য বস্ত্র পরিধান করিয়া শুদ্ধ হও । এব^ আইস, আমরা উঠিয়া ৰৈথেলে মাই ; এৰ^ যে ঈশ্বর আমার দুঃখসময়ে প্রার্থনা শুনিয়া অামার গমন পথে সহায় হইয়াছেন, র্তাহার উদেশে সেই স্থানে এক যজ্ঞৰেদি নিৰ্ম্মাণ করি। তাহাতে তাহারা আপনাদের নিকটস্থিত দেৰ প্রতিমা ও কর্ণকুণ্ডল সকল লইয়া যাকুরকে দিলে দে ঐ সকল লইয়া শিথিম দেশস্থিত আলোন বৃক্ষের তলে পুতিয়া রাথিয়া তথাহইতে যাত্রা করিল। ১ ১ প্রতিমাপূজার বিরুদ্ধে ইসুয়েলদিগের প্রতি যিহোঙ্গুয়ের উপদেশ। যদ্যপি পরমেশ্বরের সেবা করা তোমাদের মন্দ ৰোধ হয়, তবে কাহার, অর্থাৎ নদীর ওপারস্থিত তোমাদের পূৰ্ব্বপুরুষদের সেবিত দেবগণের, কিম্ব’ তোমাদের নিবাসদেশায় ইমোরীয়দের দেবগণের, কাহার সেবা করিব, তাহাকে মনোনীত কর ; কিন্তু আমি ও আমার পরিজন অামরা সকলে পরমেশ্বরের সেবা করিৰ । তাহাতে লোকের উত্তর করিল, আমরা যে কুন্য দেবগণের সেবার জন্যে পরমেশ্বরকে ত্যাগ করি, এমত না হউক। কেননা ষে পর, মেশ্বর আমাদিকে ও আমাদের পিতৃলোকদিগকে মিসররূপ দাসত্বাগারহইতে মানিলেন, ও আমাদের দৃষ্টিগোচরে মহাচিহ্ন প্রকাশ করিলেন, এবং আমাদের গন্তব্য সমন্ত 3 తా..! నిg ; శి-8 |