পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(?& ং পৌলও ৰুদ্ৰ নামক গ্রীষ্টের দুই শিষ্যের পূজা গ্রহণ করিতে অস্বীকার করণ। 1 & তাহাতে উভয় চরণে চলৎশক্তিরহিত জন্মাবধি এঞ্জ কথনে গমন করে মাই, এমন যে এক মনুষ্য লুন্ত্রা নগরে ছিল, সে বসিয়া পৌলের কথা শুনিতেছিল। ইতিমধ্যে পৌল তাহার পুতি দৃষ্টিপাত করিয়া তাহার সুস্থ হওনের বিশ্বাস বুঝিয়া উচ্চৈঃস্বরে কহিল, চরণে ভর করিয়া সোজা হইরা দাড়াও; তাহাতে সে লম্ফ দিয়া গতায়াত করিতে লাগিল। তখন লোকেরা পোলের সেই কার্য্য দেখিয়া লুকায়নীয় ভাষাতে উচ্চৈঃস্বরে এই কথা কহিতে লাগিল, দেবতারা মনুষ্যরূপ ধারণ করিয়া আমাদের নিকটে নামিয়া আইলেন। এব৯ তাহারা বর্ণাকে সুপিতর করিয়া বলিল, এৰ পৌল প্রধান বক্তা, এই প্রযুক্ত তাহাকে মঞ্জুরির বলিল। পরে ঐ নগরের সমূখে স্থাপিত যুপিতৰু বিগ্রহের যাজক বলদ ও পূপের মালা নগরদ্বারের নিকটে আনিয়া লোকদের সহিত তাহাদিগের উদেশে উৎসর্গ করিয়া দিতে উদ্যত হইল। কিন্তু বর্ণা ও পৌল প্রেরিত ইহায় সম্পবাদ পাইয়া, আপনাদের বস্ত্ৰ ছিড়িয়া লোকদের মধ্যে বেগ্লুেতে প্রৱেশ করিয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, হে মহাশয়ের, এমন কৰ্ম্ম কেন করা: আমরাও তোমাদের মত সুখদুঃখ ভোগী মনুষ্য; আর তোমরা এই সকল বৃথা কল্পনা ত্যাগ করিয়া, যিনি আকাশ ও পৃথিবী ও সমুদ্র ও ভয়ধ্যস্থ সকলেরই সৃষ্টিকৰ্ত্ত, সেই অমর ঈশ্বরের প্রতি যেন ফির, এই জন্যে আমরা তোমা