পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ፃ তাহারা নিবৃথদুনিৎসরের স্থাপিত প্রতিমার সাক্ষাতে দাড়াইলে এক ঘোষক উচ্চৈঃস্বরে কহিল, হে লোকেরা, হে মানাজাতিয়া ও নানাভাষাবাদির, তোমাদের প্রতি এই ত জ্ঞা হইঠেছে ; সে সময়ে তোমরা শৃঙ্গ ও ব^শী ও কথাও ত্রীও সংস্ক ও তমুর ইত্যাদি নানা প্রকার যন্ত্রের ক" শ্রম, স্বয়কালে নিৰূখদনিৎসর রাজের স্থাপিত সুড়ঙ্গময় প্রঞ্জির সাক্ষণতে তোমরা উবুড় হইয় প্রণাম কবি । যে কেউ উবুড় হইয় প্রণাম না করিবে, সে তদণ্ডে পুছলিস্ট ২: কম্বে লক্ষিপ্ত হইবে। অতএব লোকেরা যে • বীণা ও ভেরী ও মৃদঙ্গ প্রভৃতি নানা তৎকালে সকল লোক ও নানাজা:াদির উবুড় হইয়া নিৰুশ্বদনিৎসর প্রতিমাকে প্রণাম করিল। ীৈয় লোক নিকটে আসিয়া যিহুদীকহিল। তাহারণ রাজা নিবুখদনিৎকহিল, হে রাষ্ট্ৰন, চিরজীবী উন। জন শৃঙ্গ ও বণশী ও বীণা ও उद्गी ত নানা প্রকার যন্ত্রের বাদ্য § সে তমাকে প্রণাম করিবে ; কিন্তু যে জন করে, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত .. . . ৪ঞ্জি ঞ্জই আজ্ঞা করিয়াছ। কিন্তু হে রাজন, বাইল প্রদেশের কর্তৃত্বপদে তোমার নিযুক্ত শঙ্কুক ও মৈশক ? স্বেচ্ছুর্মিগো নামে কতক যিহুদী লোক তোমাকে ন মালিয়ঃ তোমার দেবগণের সেবা করে না, ও তুমি যে স্বর্ণময়া তিমা স্থাপিত করিয়াছ, তাহারও পূজা করে না