পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գօ সমাদর তাহার অগ্রবর্তী, ও অহার ধৰ্ম্মধামে শক্তি ও সৌন্দর্য্য থাকে। হে মনুষ্য সন্তানবর্গ তোমরা পরমেশ্বরের প্রশ৭সা কর । ও পরমেশ্বরের মহিম ও পরাক্রমের প্রশ৭সা কর। এব^ ঈশ্বরের নামের মহিমার প্রশ^স কর,ও নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার মন্দিরে গমন কর"। হে পৃথিবীস্থ লোক সকল, পবিত্র আদরেতে পরমেশ্বরকে প্রণাম কর, ও তাহার সাক্ষাতে ভীত হও । এব°N পরমেশ্বর রাজত্ব করেন, এ কথা দেশীয়দিগকে বল ; তিনি এমন রূপে জগতের স্থিতি করেন, যে সে কদাচ বিচলিত হইবে ন ; তিনি যথার্থরূপে লোকদের বিচার করেন । অতএব স্বগীয় লোকের আনন্দ করুক, ও পৃথিবীন্থ লোকেরা উল্লাসিত হউক ; এবণ সমুদ্র ও তন্মধ্যস্থ সকল গৰ্জ্জন করুক। এব^ ক্ষেত্র ও ক্ষেত্রস্থ সকল আহলাদিত হউক, ও বনস্থ বৃক্ষগণ পরমেশ্বরের সাক্ষাতে উচ্চধ্বনি করুক। তিনি আসিতেছেন, ও পৃথিবীর ৰিচার করিতে আসিতেছেন ; তিনি ধৰ্ম্মে জগতের ও সত্যতাতে আপন লোকদের বিচার করিবেন। সমাপ্ত । ১ গী৯২ ; ১.১৩ ।