পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

る)● প্রফুল্ল নিয়ে এল ; তার পর জ্ঞান হয়ে দেখি, তোমার মা কাছে বসে, তুমি কাছে ব'লে। ভাই শিবনাথ, আমি জেলে যাবার সময় একবার কোল দিয়েছিলে, আজ একবার কোল দাও ; তোমার মত বন্ধু আমার যেন জন্ম জন্মান্তরে হয় । শিব। সুরেশ, আমরা বন্ধু নই ; মা বলেন, তোরা দু’ভাই ! আমার মায়ের পেটের ভাই নাই, তুমি আমার ভাই ; আমার পুলিসের কথা মনে পড়লে এখনও গা কাপে ! তুমি আপনাকে বিসর্জন দিয়ে আমায় বাচিয়েছ। ভাই সুরেশ, আমি তোমার উপদেশ গুনেছি, আমি শুধরেছি, আমি আর কুসঙ্গে মিশি নি। ডাক্তারের প্রবেশ ডাক্তার। মুরেশ বাবু, সুরেশ বাবু, তোমার গুণধর ভাই জিজ্ঞাসা ক"ছিল, সুরেশ কেমন আছে ? আমি বল্লেম, ময়ে গেছে, খুী যে ! পথে আবার কাঙ্গালে বেট ধরেছে, তাকেও বলেছি, তুমি মরেছ। সে বেটা বিশ্বাস করেছে। তার মাগ বেটী-বেটই বল আর ব্যাটাই বল, মাথা চালুতে লাগলো। অমন চেহারা কখন দেখি নি বাবা। *** * *ison (Monster of ugliness), foli, তোমার ফ্রেওকে একটু একটু বেড়াতে বল। শিব। বেড়াচ্ছে তো, রোজই একটু একটু ছাদে পাইচারি করছে। ডাক্তার। একটুর কৰ্ম্ম নয় ; সেরে গিয়েছে তো, সকাল বিকেলে খানিক খানিক বেড়িয়ে আসবে। চল, তিনজনে খানিক বেড়িয়ে আসি । সকলের গুস্থান