পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিভীন্ন গর্ভগঙ্ক কাশী মিত্রের ঘাট শিবনাথ, সুরেশ ও ভজহরি শিব। ওহে সুরেশ, আমি তো ছেলে কোথাও খুঁজে পেলুম না। আমি সমস্ত রাত খানায় থানায় ঘুরেছি, পাচজন লোক লাগিয়ে কলকাতার অলি-গলি খুলেছি, কেউ তো বলে না যে দেখেছি। স্বরেণ। বল কি, তবে সৰ্ব্বনাশ হয়েছে, সে আর নাই! মেজদা মেরে ফেলেছে । শিব। সে কি ? স্বরেশ। আর সে কি ! তোমায় তো বলেছি, মেজবো’র ঠেয়ে গুনে এলম, তাকে মেরে ফেলার পরামর্শ ক’চ্ছে। ভাই শিবনাথ, আমার প্রাণের ভেতর জলে জ’লে উঠছে, যেদোকে যদি না পাই, এ প্রাণ আর আমি রাখবো না! আমি কি এই যাতনা ভোগ করবার জন্তই জন্মগ্রহণ করেছিলেম । ভাই, আমার যেয়োকে এনে দাও, যেদোকে না পেলে আমি এ শ্মশান থেকে যাব না। আমি তিন দিন দেখবে, তারপর জলে ঝাপ দেব। ভঙ্গু, ওহাইয়াদ, ওহাইয়াদ, সাফ ওহাইয়াদ! স্বরেশ বাৰু, একে না পেলে ময়ূবে, ওকে না পেলে ময়ূবে, তা হ’লে তো আর বঁাচ হয় না, দিনের ভেতর দু’শোবার মত্তে হয়। মনে ক’রেছেন কি, আপনিই ঝড়-ঝাপ্টা থাচ্ছেন, আর কেউ কখনও থায় নি! তবে কাছেন কাছন, বেশী বাড়াবাড়ি কেন ? স্বরেণ। ভাই রে, আমার মতন অভাগা পৃথিবীতে আর নাই! আমার अङ्ग**ीब्र भऊ मा छांनश्रृंछ ह'ts cवप्लांtछ्न, श्रांभांद्र हेष्वग्न मठ बड़