পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক 8& যোগেশ। কি রকম থেতে বলেছে ? রমেশ । মাঝে মাঝে একটু একটু খান, এই যে দু’ শিশি ওষুধ পাঠিয়ে দিয়েছে, দেখুন ঠিক এক রকম রঙ, এই এখন চলিত হয়েছে। যোগেশ । ব্যাপারীদের কি হ’ল ? রমেশ । আজ সে কথা থাকৃ, আপনার শরীর অমুখ । যোগেশ। নী, সে কথা না শুনলে আমার আরও অমুখ বাড়বে । রমেশ । ব্যাপারীদের কথা তো—টাকা চায়। আপনার অসুখ, আমরা তো ঘরোয়া একটা পরামর্শ করি নি । যোগেশ। আর পরামর্শ কি,বেচে কিনে তো দিতে হবে,একটা সময় নাও । জ্ঞানদা ও উমামুনীর প্রবেশ রমেশ । বেী, দাদা বলছেন, সব বেচে কিনে ব্যাপারীদের দাও । মাস দুই বাদে বেচলে তিন গুণ দর হত, চাই কি, থান দুই বাড়ী বেচেই সব দেন শোধ যেতে ; তা ওঁর সামগ্ৰী উনি বেচ তে চাচ্ছেন, তা আমি কি ব’লবো বল ? জ্ঞানদা । হ্যা গ, কেন, দু’দিন তর নেই ? সব তাড়াতাড়ি ! সাত গুঠিকে পথে বসাবে কেন বল দেখি ? r উমা। বাবা যোগেশ, আমারও ইচ্ছে, রয়ে বসে বেচা । ছেলেটা পুলেট হয়েছে, ঐ আপোগণ্ড ভাইটে, আমি বুড়ে ম8—এ বয়সে কোথায় বাড়ী ভাড়া ক’রে থাকৃবো বল ? যোগেশ। মা, তুমিও ঐ কথা বলছে ? উমা । বাবা, সাধে বলছি, দু’দিন বাজে যদি দর হয়, ভদ্রাসনট থাকে ; ব্যাপারীদের টাকার সুদ ধ’রে দিলেই হবে। রমেশ । তা বৈ কি, আমি টুয়েলভ পারসেন্টের (Twelve percent) হিসাবে দেব।