পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ન્સ প্রফুল্ল কি ষড়যন্ত্র তোমার মনে আছে ! পরমেশ্বর জানেন, দাদার কি সৰ্ব্বনাশ তুমি ক’রেছ ! যাও মেজদ, ফিরে যাও, এ কাগজ তুমি পাবে না । রমেশ । সুরেশ, ভাই, তুমি কি শোন নি, যে আমাদের সর্বনাশ হ’য়েছে, ব্যাঙ্ক ফেল হ’য়ে গিয়েছে, দাদার হাতে টাকা নাই, আমার হাতে টাকা নাই— সুরেশ । মেজদা, বড় চমৎকার বোঝাচ্ছ । দাদার টাকা নাই, তোমার টাকা নাই—তোমরা কৃতী ! আর আমি, যে কখনও এক পয়সা রোজগার করিনি, আমার সইরে টাকা পাবে ? মেজদ, তুমি আমার চেয়ে মিথ্যাবাদী ! আমার চেয়ে কেন, বোধ করি কণঙ্গালীর চেয়েও মিথ্যাবাদী ! তুমি যে দাদার মা’র পেটের ভাঙ্গ—এই আশ্চৰ্য্য ! কাঙ্গালী। বাবাজী, অবুঝ হয়ে না, অবুঝ হয়ে না, তোমার দাদা| তোমার ভালর জন্যে এসেছে । সুরেশ । বুঝেছি কাঙ্গালীচরণ, আমার ভালর জন্য পুলিসে নালিস ক’রে fছলেন, আমার ভালর জন্য আমায় তোমার বাড়ী পুরে গ্রেপ্তার ক’রে দিয়েছিলেন, আমার ভালর জন্য মিথ্য সাক্ষী দিতে গিয়েছিলেন, আমার ভালর জন্ত জেলে দিয়েছেন, আমার ভালর জন্ত বথ রা লিখে নিতে এসেছেন—আর ভালর কাজ নেই, আমি কাগজ ছিড়ে ফেলুম, তোমাদের পদার্পণে জেলও কলুষিত । রমেশ । তবে জেলে পচে মন্ত্ৰ । স্বরেশ । দাদা, বড় নিরাশ হ’লে,—জোচ্চোর, জোচ্চোরের বন্ধু ! জেলে জুচ্ছ কী ক’ত্তে এসেছ ? তোমার জেল হয় না কেন, তা জান1– আজও তোমার যোগ্য জেল তয়ের হয় নি। রমেশ। আমার কথা হয়েছে, একে নিয়ে বাও। রমেশ ও কাঙ্গালীর প্রস্থান]