পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ প্রাচীন ভারতবর্ষের রাজনীতি । লিস চিরস্থায়ী বন্দোবস্ত করিয়াছিলেন, ও কানিং ভারতীয় রাজগণকে পোষ্যপুত্ৰ লইতে অসুমতি দিয়াছেন । লর্ড লিটন আর কিছু করিতে ন পারিয়া উপাধি বিতরণ করিয়াছেন। পরে, নারদ পেনশ্যন দেওয়ার পরামর্শ দিতেছেন, “মহারাজ ! যাহারা কেবল আপনার উপকায়ের নিমিত্ত কালকবলে নিপতিত ও যৎপরোনাস্তি দুর্দশাগ্রস্ত হইয়াছে, তাহাদিগের পুত্র কলত্র প্রভৃতিকে ত ভরণপোষণ করিতেছেন?” ক্ষিপ্রকারিতার বিষয়ে— “শক্রকে বাসনাসক্ত দেখিয়া স্বীয় মন্ত্র কোষ ও ভূতা, ত্ৰিবিধ বল সম্যক্ বিবেচনা করিয়া অবিলম্বে তাহাকে ত আক্রমণ করেন ?” অতি প্রধান রাজ্যাধ্যক্ষের এ তত্ত্ব সম্যক্‌ বুঝিয়াছিলেন। “অবিলম্বে’কাহাকে বলে প্রথম নাপোলিয়ন বুঝিতেন। র্তাহার রণজর সেই বুদ্ধির ফল। তৃতীয় নাপোলিয়ন “অবিলম্বে” প্রসীয়দিগকে আক্রমণ করিতে গিয়াছিলেন বটে, কিন্তু প্রথম নাপোলিয়নের মত “মন্ত্র কোষ ও ভৃত্য” ত্ৰিবিধ বলের সম্যক্‌ বিচার না করিয়াই আক্রমণ করিয়াছিলেন। তিনি, নরদ্য বাক্যে অবহেলা করিয়া নষ্ট হইলেন। পয়ে সমসৃষ্টি পক্ষে,— “যেমন পিতা মাতা সকল সস্তানকে সমান স্নেহ করেন, তদ্রুপ আপনি ত সমদৃষ্টিতে সমুদ্রমেখলা সমুদয় পৃথিবী অবলোকন করিতেছেন ?” ইংরেজের ভারতবর্ষে এই নারদীয় বাক্য মনোযোগ পূৰ্ব্বক অধ্যয়ন করুন । নিম্নলিখিত কথাটি বিস্মার্কের যোগ্য ;– “সৈন্যদিগের ব্যবসায় ও জরলাভসামর্থ বুঝিয় তাহা