পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

یہ حمیہ۔ পাচ ছ দিন পরে বিমল ছগ গনলালের সঙ্গে দেখা করল। তাকে খুব খাতির-যত্ন ক'রে বসিয়ে ছগ গনলাল জিজ্ঞেস করলে—

  • তারপর বাবুজী, যে কাজে এসেছেন সে সব ঠিক-ঠাকৃ হয়ে গেছে তো ?”
  • হঁ্যা। দু-জায়গায় ভালই বলেছে। কিন্তু তারা দু জনেই আমাদের চেনে। তাই ভাবলাম, আপনার কে লোক আছে, সে তো আমায় চিনবে না, তার কাছে একবার দেখাই ।”
  • ভাল কথা । কিন্তু সে বিচারের জন্তে চব্বিশ টাকা আর পূজার জন্তে সওয়া-পাচ-টাকা লিবে ।”

“এ আর এমন বেশ কি ? চলুন আজই যাই।” *আচ্ছা, চলুন। আমি কাপড়-চোপড় পরে আসি ।” গাড়ী এলো। ছগগনলাল পোষাক বদলে এসে বিমলকে সঙ্গে করে কেদারঘাটের কাছে এক দক্ষিণী ব্রাহ্মণের বাড়ী গেল । ব্রাহ্মণ বিমলের কাছ থেকে তার কোষ্ঠীর সবিশেষ বৃত্তান্ত লিখে নিয়ে তিন দিন পরে আসতে বললেন । 受 নিরূপিত সময়ে আবার দুজনে সেখানে উপস্থিত হোলো। ব্রাহ্মণের সঙ্গে দেখা হ’বামাত্রই ছগগনলাল জিগ গেস করলে— “মহারাজ ! বিচারমে ক্যা আয় ?” পণ্ডিতজী বললেন,

  • অরে বড় ভাগ্যবান পুরুষ ল্যায় তুম্নে স্বর্ণলাভ,

“বেটা, দেওতা তুম পর প্রসন্ন হায়” AMMMMASAMMAMMMAMMMAMJMMiMMAJMMASAMMMMAAAA AMA AeeAMAMMMMAAASAASAASAASAASAAMAeeAMMMAAAS లిyు ভাৰ্য্যালাভ, রাজসন্মান সবহি কুছ হোরেগা।” বলে তিনি বিমলের দিকে ফিরে বললেন— - - “বেটা, দেওতা তুম পর প্রসন্ন হয়। সিদ্ধিদাতা গণেশ কা পূজা করে, ব্রাহ্মণ কে স্বর্ণদান করে, মনস্কামনা পূর্ণ হো জায়গা ।” এই ব’লে তিনি গণনাফল লেখা কাগজ বিমলের হাতে দিলেন । বিমল পকেট থেকে একটি গিনি, একটি একশ টাকার নোট এবং খুচরা এক টাকা বার কয়ে তাই রেখে, ব্রাহ্মণকে প্রণাম ক’রে, আশীৰ্ব্বাদ এবং নিজের কল্যাণের জন্ত পুজা হোম ইত্যাদির ব্যবস্থা চাইলে । ব্রাহ্মণ তাতে সন্মতি দিয়ে ছ হাত তুলে আশীৰ্ব্বাদ করতে সে তাকে ফের প্রণাম ক’রে বেরিয়ে এলো। ছগগন লাল এতক্ষণ বিস্ফারিত চক্ষে নিৰ্ব্বাক অবস্থায় এসব দেখছিল। বিমল বেরিয়ে আসতে সেও “পায় লাগি পণ্ডিতজী” বলে বেরিয়ে এসে বিমলের সঙ্গে গাড়ীতে উঠ লো । গাড়ী কতক দূর যাবার পর ছগ গনলাল বিমলকে বললে— “এথোন আপনার প্লান কি আছে বাৰু?” *প্ল্যান আর কি, আমার সব ঠিকঠাক করা আছে, বিলেত পৰ্য্যন্ত চিঠি লেখালেখি হ’য়ে গেছে। এবার গিয়ে খনি পরীক্ষা করিয়ে তার ফল দেখে ইজারা পাট্র নিয়ে বিলেত যাব।” “আমি এ সব খবর কোথায় পাব ?” “আপনি খবর নিয়ে কি করবেন ? কলকাতার লোকের এ কাজ করার মত হিম্মৎ নেই।” “আরে বাবু, পুরা কাজের হিন্মং না থাকু কিছু কাজের মত তো আছে ! আপনি সব কিছু ইণ্ডিয়ার ধন অংরেজদের লুটিয়ে যদি দেন তে৷ স্বরাজের কি হোবে ?”

  • আমি অত স্বরাজ-টরাজ বুঝি না। যা দেখি তাভে মনে হয় স্বরাজ মানে একদল লোক পরের দৌলতে