পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 প্রবাসী—বৈশাখ, ১৩৩৫ ডাক্তার প্রীমতী কুমিত্রা বাঈ छात्वि যুত শী পঞ্জাবের সমাজ ও শিক্ষাসংস্কার-ক্ষেত্রে সুপরিচিত কৰ্ম্ম । শ্ৰীমতী কল্যাণী আন্ম মালয়ালম পত্রিকা “শারদা'র সম্পাদক । “শারদা” একখানি নারীহিতকামী পত্রিকা। এতদ্ভিন্ন শ্ৰীমতী কল্যাণী “সদগুরু” নামক একখানি ধৰ্ম্মমূলক পত্রিকার ও সম্পাদকদিগের অন্যতম । তাহার লিখিত কয়েকখানি পুস্তক মাদ্রাজ ও কাশী হিন্দুবিশ্ববিদ্যালয় কর্তৃক পাঠ্যপুস্তকরূপে নিৰ্ব্বাচিত হইয়াছে। র্তাহার বিদ্যাবত্তার পরিচয় পাইয়া কোচিনের রাজা তাহাকে ‘সাহিত্যসন্ধী মাদ্রাজের সুবিখ্যাত [ ২৮শ ভাগ, ১ম খণ্ড শ্ৰীমতী কল্যাণী অtষ্মা উপাধি ও একটি পদক প্রদান করিয়াছেন। তিনি রয়ে: এসিয়াটিক সোসাইটির সভ্য ও কোচীন নারীসভার অধৈতনিক সম্পাদক । তিনি অত্যন্ত ধৰ্ম্মপরায়ণ নারী ৪ নানাপ্রকার জনহিতকর কার্য্যের সহিত সংশ্লিষ্ট থাকার দরুণ মালয়ালম সমাজের সকলেই তাহাকে শ্রদ্ধ করে। ক্রমতী মাধবী আম্মা সম্প্রতি কোচিন ব্যবস্থাপক সভার সদস্ত মনোনীত হইয়াছেন । ঐ সভায় তিনিই প্রথম ও একমাত্র নারী-সদস্ত। শ্রীমতী মাধবীর কবিখ্যাতি ইতিমধ্যেই মালয়ালমভাষী লোকদের মধ্যে ব্যাপ্ত হইয়াছে । তিনি দরিদ্রদের জন্ত একটি বালিকা বিদ্যালয় স্থাপন করিয়াছেন । ডাঃ শ্ৰীমতী মুমিত্রা বাঈ জাহির বরোদ মিউনি সিপালিটির সর্বপ্রথম মহিলা-সদস্ত নিৰ্ব্বাচিত হইলেন। তিনি বরোদ রাজ্যের সিধুপুরে ডাক্তারী করেন।