পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ولاسيا جن প্ৰেৰাসী Yeşo ত্রুটিপূর্ণ হওয়াই সম্ভব । কিন্তু দোবীকে সন্ধান করিয়া বাহির করিবার কাজে এই যন্ত্রটি বিশেষ সহায় হইয়াছে, সন্দেহ নাই । আমেরিকায় গত তিন বৎসরে প্রায় ৪০ ০০ লোককে এই যন্ত্রের সাহায্যে পরীক্ষা করিয়া দেখা হইয়াছে ; যন্ত্ৰ-লিপি দেখিয়া সন্দেহ হয়, তাহার মধ্যে ৯৭৪ জন মিথ্যা কথা বলিতেছে। এই ৯৭৪ জনেয় শত্তকর। ৫৫১ জন পরে দোষ স্বীকার করে। বাকী যাহায়। দোষ স্বীকার করে নাই তাহাদের মধ্যে শতকরা ৭৪৭ জন পরে আদালতে অন্য প্রমাণে দোষী সাব্যস্ত হয় । ত্রয়োদশ শতাব্দীতে বাগদাদের ইসলাম চিত্রকলা প্যারিসে কিছুকাল পূৰ্ব্বে জাতীর গ্রন্থভবনের উদ্যোগে অস্তুষ্ঠিত উঠার নিজ সংগ্ৰহভূক্ত প্রাচীন চিত্রিত পাণ্ডুলিপি প্রভৃতির একটি প্রদর্শনী হইয়াছিল । ত্রয়োদশ শতাব্দীতে پے۔ - - -------صہ ...--مہ ۔سی۔;۔سیبsسx- بسی۔ --

صممس কাক ও মুষিক বাগদাদের চিত্রকলার ও পুস্তক-চিত্রণের নিদর্শনই ইহার প্রধান আকর্ষণের বিষয় ছিল । তাঙ্গার কয়েকখানি চিত্র এখানে মুদ্রিত হইল। এইগুলি তইতে ইসলামী চিত্রকলা সে-সময়ে কতদূর উন্নত হইয়াছিল তাহা বুঝা যায় । ১২২২ খ্ৰীষ্টাব্দের একটি চিত্রে দেখা যাইতেছে, আবু সৈদ নামক এক ব্যক্তি, তাহার পুত্রকে হত্যা করিয়াছে এই অভিযোগে এক জন যুবককে বিচারকের নিকট ধরিয়া লইয়া গিয়াছে । বিচারক যুবকের কথা শুনিয়া অভিযোগ হইতে তাহাকে মুক্তি দিয়াছেন—-ইহাতে আবু সৈদ বিরক্ত হইয়া চীৎকার করিতেছে { স্বতন্ত্র মুদ্রিত চিত্র দ্রষ্টব্য )। ১২২২ খ্ৰীষ্টাব্দের অপর একটি চিত্রে দেখা যাইতেছে, আবু সৈদ দরিদ্র বুদ্ধা রমণীর ছদ্মবেশ ধরিয়া ও ছুই জন বালককে তাহার পুত্র সাজাইয়া বাগদাদের সন্ত্রাস্তু কবিদের নিকট নিজের দুঃখ জানাই। উহাদের হৃদর বিগলিত করিয়াছে (স্বতন্ত্র মুদ্রিত চিত্র দ্রষ্টব্য )। ১২৩৭ খ্ৰীষ্টাব্দের অঙ্কিত চিত্রাবলীতে এই শিল্পধারা আরও উন্নত হইয়াছে দেখিতে পাই । এই সময়ের যে-ছবিগুলি পাওয়৷ নৌকাবিহার গিয়াছে তাহার চিত্রকরের নামও জানা গিয়াছে—ইব মৃ মাহমুদ । এই সময়ের একথানি চিত্রে আবু সৈদকে ক্ষৌরকরবেশে দেখিতে পাষ্ট—তাহার চারি দিকে দশকবৃন্দ । এই ছবিখানির সূক্ষ্ম কাজ দর্শনীয় (স্বতন্ত্র মুদ্রিত চিত্র দ্রষ্টব্য )। ইবন মামুদের কোন কোন চিত্রে অঙ্কিত বেশভূষার বৈচিত্র্যে তৎকালীন সভ্যতার ইতিহাসের উপাদান পাওয়া যায়—যেমন খলিফার অমুচরবৃন্দের ছবিখানিতে (স্বতন্ত্র মুদ্রিত চিত্র দ্রষ্টব্য )। এই সময়কার অঙ্কিত প্রাণীচিত্রগুলিও বিশেষ উল্লেখযোগ্য।