পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাবুলের চিঠি শ্ৰীঅমিয়চন্দ্র চক্ৰবৰ্ত্তী, এম.এ, পিএইচ. ডি. আফগানিস্থানের সঙ্গে আমাদের যোগ বৈদিক, ব্যবসাগত এবং সীমাস্তের সমস্যায় রহস্যমণ্ডিত। কবি ইকবাল বলেছেন আধুনিক জাহাজবাহন সভ্যতার দিনে ভারতবর্ষ তার প্রতিবেশীর সঙ্গে মধ্যযুগের ঘনসন্নিধ্য হারিয়েছে। লেখকের কন্যা সেমস্ত্রী ও খ আবদুল গফুর থা শ্রমীরা চৌধুরী গৃহীত ফটোগ্রাফ মাটির আত্মিকতা সমুদ্রপথিকেরা ডুবোল। সৰ্ব্বসহ উটের দল এখনো ঘণ্টা বাজিয়ে খাইবর, বোলনের পর্বতমূর্ণিত গলিতে চীন বাদাকৃশান কাবুল কান্দাহার মেশেদের মেওয়া, গালিচা, আতর, চামড়া পৌছিয়ে দিচ্ছে লাহোরের দরজায়; মধ্যএশিয়ার ধুলোভরা রোম্যান্স উড়ছে কোয়েটা মূলতানের পথে ; কিন্তু আনাগোনার ঠাস বুনোনি কই । হিন্দুকুশ বামিয়ানে গিয়েছিল বৌদ্ধশিল্পাত্ৰম, বেগ্রামে আজও বেরোচ্ছে কুশান রাজ্য-সংগৃহীত আগ্রা-মথুরার হাতীর দাতের কাজ : বেদের আরণ্যকমন্ত্র নেমে এসেছিল ভারতে গোমেল গিরিদ্বার বেয়ে, বাগানবিলাসী সম্রাটু বাবর কাবুল হতে কাশ্মীর পর্য্যন্ত খামল মণির টুকরো ছড়িয়েছেন পাহাড়ের বুকে । কাবুলিওয়াল এবং ভারতীয় মোটরমিঞ্জীর বিনিময়ে সে-মৈত্রী মেলে না। সময় এসেছে নূতন সম্বন্ধের । মোটর-লরি দ্রুত চলে কিন্তু প্রাচীন কারাভানের মতো প্রাণবাহিনী নয়, পাম্পের ধারে বৈঠক ঘন ঘন বৃংহিতে বাধা পায়। যাত্রায় অবসর নেই সথ্যস্থাপনের, আছে পাশাপাশি কাষ্ঠাসনে বসে তীব্র বাস্তাকে সমবেত সম্ভাষণের ঐক্য । এরোপ্লেনের উড়ো বন্ধনে আফগান ভারতীয়কে কোন স্থত্রে বাধবে তা এখনো বোঝা শক্ত। তারও চেয়ে শক্ত সীমান্ত এবং আরও প্রাস্তের রাজনীতিকে বাদ দিয়ে এ বিষয়ে আলোচনা পেট্রল সীমাস্তের সৈনিক