পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

408 ל88יל ফিনল্যাণ্ডের আধুনিক কলকারখানা। গত কুড়ি বৎসরে ফিনল্যাণ্ডে শিল্পজাত দ্রব্যের উৎপাদন শতকরা ২৪২ বৃদ্ধি পাইয়াছে ও শ্রমিকদের বেতন আড়াই গুণ বাড়িয়াছে । সামরিক বন্ধুত্বে পরিণত করিতে চান । বর্তমান প্রধান মন্ত্রী অ্যাডমিরাল য়োনাই (তখন নৌ-সচিব) ও পররাষ্ট্রসচিব মিষ্টার আরিতা এই চেষ্ট ব্যর্থ করেন। মন্ত্রণায়ু যাহা হইল না, রণক্ষেত্রে তাগর চেষ্ট হইল তখন কোয়ান্ট, বাহিনীর কাজ । প্রথমত ঠাঙ্গর বহি মঙ্গোলিয়ার সীমানায় সোভিয়েটের সহিত সঙ্ঘর্ষ বাধাইয়। জাপানী মন্ত্রীদের ইতালি ও জাৰ্ম্মানীর নিকটতর করিবার চেষ্টা করিলেন । দ্বিতীয়ত, কাউলুং (হংকং) ও কোয়াংশু ( আময় ) প্রভৃতি আস্তর্জাতিক ঘাটিতে জাপানী নৌ-সৈন্য নামাইয়া, সাড়ঘাই এ চাপ দিয়া এবং সৰ্ব্বপ্রধান টিয়েনশিন বন্দর অবরোধ করিয়া ও সেখানকার ইংরেজদের সর্বারকমে অপমানিত করিয়া ইহার চাহিলেন-ব্রিটেন-ফরাসীর বিরোধী জামানীইতালির বন্ধুত্ব জাপানের পক্ষে আরও কাম করিয়া তুলিতে । অবশ্য এই পাশ্চাত্যদের বিরুদ্ধে অভিযানে ইহাদের প্রধান উদ্দেশ্য ছিল অন্য একটি—এইভাবে ব্রিটিশ ও ফরাসীকে চাপ দিলে তাঙ্গর নিজেদের স্বার্থের দায়ে চিরাং কাই-শেককে চাপ দিবে জাপানের কথামতো জাপানী সন্ধিতে সম্মত হইতে। সুদূর প্রাচ্যে একটি মিউনিখের অভিনয় হইবে । তাহা হইলে, যাহা জাপানের প্রধান উদ্দেশ্য—“সুদূর প্রাচ্যে নব-নিয়ম প্রতিষ্ঠা”— অর্থাৎ জাপানী আধিপত্য স্থাপন—তাহা সিদ্ধ হয়, "চীনের ঘটনা”ও চুকিয়া যায়, আবার জাপানের সঙ্কটের সমাধান হয়। ইউরোপীয় ও জাপানী পররাষ্ট্রনীতি কিন্তু এমনি সময়ে জাৰ্ম্মান-সোভিয়েট চুক্তিতে এই জাৰ্ম্মানীর বন্ধুর সাম্যবাদ-বিরোধী বনিয়াদ ধ্বংস হইয়া গেল। সোভিয়েটে ও জার্মানী হইল বন্ধু—এখন কি জাপান করিবে সোভিয়েটের শত্রুতা, ব্রিটেন-ফরাসী আমেরিকার বিরোধিতা ? জাপান চিস্তিত হইল। আর. ঠিক এই সময়েই আবার বহিমঙ্গোলিয়ার সোভিয়েট-বিরোধী প্রয়াস এক বিপুল পরাজয়ে পৰ্য্যবসিত হইল। অতএব বুঝা গেল, নূতন করিয়া জাপানী পররাষ্ট্রনীতি ঢালিয়া সাজিতে হইবে । হিরামুমার মন্ত্রিপরিষদ বিদায় লইলেন—আসিলেন ২৮শে আগষ্ট আবে মন্ত্রিপরিষদ । তাড়াতাড়ি সোভিয়েটের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হইল (১৫ই সেপ্টেম্বর ) ; ব্রিটেন ও ফরাসীর উপর আর জাপান চাপ দিল না। ইহাদের বন্ধু করিয়াই এই প্রাচ্য-মিউনিখ সম্ভব হইবে— হয়ত ইহাই ছিল আশ । এদিকে ক্রমেই কিন্তু দেখা গেল জাৰ্ম্মানী ও সোভিয়েট বন্ধুত্ব একই কালে রক্ষা করা যায়— ইতালীয় বন্ধুত্বে তো কথাই নাই । অতএব, পুরানে বন্ধুত্বের্ণ সঙ্গে এখন সোভিয়েটকে পাই লে জাপানের অনেক সুবিধাই হয়—বন্ধুত্ব জমিলে সোভিয়েট হয়ত চীনকে আর সাহায্য দিবে ন, এমন কি চীনের লাল ফৌজও হয়ত নিক্রিয় রহিবে—তখন ‘চীনের ঘটনা মিটাইতে আর দেরি কি ? কিন্তু কোনো দিকেই আবে মন্ত্রিমণ্ডল বিশেষ সফলকাম হইলেন না। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জানাইল চীনের ব্যাপারে তাহার। রুষ্ট ; জাপানের সঙ্গে ত্রিশ বৎসরের বাণিজ্যচুক্তি এবার (২৬শে ) শেষ করিয়া তাহারা দিতেছে—এমন কি জাপানে অস্ত্রবিক্রয়ও তাহাক্কা বন্ধ করিতে পারে । জাপালের পক্ষে ইহাই সৰ্ব্বাপেক্ষা চিন্তার কথা-নূতন সঙ্কট। এদিকে দেশে অধিক অবস্থা সঙ্গীন হইল-চাউল দুখুল্য। সাধাংশ লোকে ইউরোপীয় যুদ্ধের ফলে মূল্যবৃদ্ধিতে দুঃস্থ । আবে মন্ত্রিমণ্ডল बिलांद्र लझेtशन-श्रानिएलन ( s४हें छाष्ट्रग्रांप्रैौ ) cप्लांमोहे । ॐाझ्प्रे