পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੋਗ ব্যথার দান—ত্ৰখগেশ্বনাথ চট্টোপাধ্যায়। মূল্য এক টাকা। গ্রাম-আনামপুর, পোঃ বাওয়ালী, জেলা ২৪-পরগণা। কাব্যখানি সচিত্র-অর্থাৎ লেখকের একখানি ছবিও সঙ্গে আছে। কবিতাগুলিই কি যথেষ্ট নয় ! অতন্ত্ৰ-শ্ৰীগৌরপ্রিয় দাশগুপ্ত। মূল্য এক টাকা । যোগাযোগ পাবলিশাস’, ‘অলকাপুরী, ফরাশগঞ্জ, ঢাকা । লেখকের লিখিবার শক্তি আছে—কবিতাগুলি সংস ও সুন্দর ৷ কলহংস – শ্রমুরেশ বিশ্বাস । বসন্ত রায় রোড, কালীঘাট, কলিকাতা । সহজ সরল স্বরের মুখপাঠ্য কবিতা । মুল্য ১৭ ৷ ১৷এ, রাজা সাঝের মায়! -সুফিয়। এন হোসেন । মূল্য ১২। প্রকাশক-–বেনজির আহমদ, ৬৩ কলিন ষ্ট্রীট, কলিকতা । বহু কবিকল্পের জনতার মধ্যে লেখিকা সত্যকার কবি । স্বকীয় অমুভূতির বৈশিষ্ট কবিতাগুলির ভাষায় ও ছন্দে বিরাজমান। কবিতাগুলি শুধু সুপাঠ্য নয়—কাব্যরসিকের অবশ্যপাঠ্য । পল্লী-সংস্কার—ত্রবৈদ্যনাথ ভট্টাচাৰ্য্য। মূল্য পাঁচ বরেন্দ্র লাইব্রেরি, ২-৪ কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা । সমস্যামূলক উপন্যাস ; পাঠে আনন্দের চেয়ে উপকারের সম্ভাবনা বেশী । কামিখ্যের ঠাকুর—ঐঅরবিল দত্ত। মূল্য এক টাকা । চক্রবর্তী সাহিত্য ভবন, বজবজ, । গল্পের বই-ছয়টি গল্প আছে। আমার নিজের ভাল লাগিয়াছে—কিন্তু তাতা নজির বলিয়। গ্রহণ করিতে বলি না ; অবিশ্বাসী পাঠক পড়িয়া দেখিতে পারেন । ঐ প্রমথনাথ বিশী কাশ্মীরের কথা – শ্রমুরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য, এম-এ, প্রণীত। গোল্ডকুইন এণ্ড কোম্পানী লিমিটেড, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা। মূল্য w• । পৃ. ৩•+ ১৩ খানি প্লেট । বইখানির ছাপ। ভাল, অনেকগুলি ছবিও আছে। উপহার দিবার উপযুক্ত বই। বর্ণনায় বৈশিষ্ট্য নাই, কিন্তু কাশ্মীরযাত্রীদের উপযোগী যথেষ্ট খবর আছে । ঐনিৰ্ম্মলকুমার বস্থ হিন্দু স্ত্রীলোকগণের সম্পত্তিতে অধিকার বিষয়ক আইন--ত্রবিনয়েন্দ্রপ্রসাদ বাগচী, এমএ, বি-এল, প্রীত। ৬৫ পৃ. ৷ মূল্য এক টাকা । ডাক্তার দেশমুখ কর্তৃক আনীত হিন্দু স্ত্রীলোকগণের সিক । পুস্তক-পরিচয় ዻዻዻ সম্পত্তিতে অধিকার-বিষয়ক আইন ইং ১৯৩৭ সালের ১৮ নং অ্যাক্ট স্বরূপে বিধিবদ্ধ হইলে দেশমধ্যে সাড়া পড়িয় ৰায় । সাড়া পড়িয়া ধায় দুই কারণে—প্রথম ইহা দ্বারা হিন্দুর সনাতন সামাজিক ব্যবস্থার উলটপালট হইল ; দ্বিতীয়তঃ ইহার বিধানগুলি অত্যন্ত জটিল ও ছর্বোধ্য, জায়গায় জায়গায় মূল উদ্দেশ্বের সম্পূর্ণ ষিপরীত ; আর বিধানগুলি এরূপ ভাষায় লিখিত যে একই বিধানের দুই বা তিন প্রকার পরস্পরবিরোধী ব্যাখ্যা করা যায়। তজ্জগু সৰ্ব নৃপেন্দ্রনাথ সরকার ইং ১৯৩৮ সালের ১১ নং অ্যাক্ট দ্বার। ইহার সংশোধন করেন । সংশোধিত আইনের বিধানও জটিল । ইংরেজী ভাষা যাহার সম্যক্রূপে জানেন না এইরূপ হিন্দু স্ত্রীলোকের হিন্দু আদর্শ কি ও তাহাদের এই আইন প্রণীত হইবার পূর্বেই কতখানি অধিকার ছিল এবং এখনই বা তাহার পরিবর্তে কতখানি বাড়িল ; এবং অঙ্গান্য দেশে ও অন্যান্য ধৰ্ম্মমত ও আইন অম্বুসারে স্ত্রীলোকদের আস্থা কিরূপ, তাহা অল্পের মধ্যে এই পুস্তক হইতে জানিতে পরিবেন । বিনয়বাবু আইনের জটিল বিধান সম্বন্ধে নজিরসম্বলিত মতামত প্রকাশ দ্বারা নূতন আলোক সম্পাত করিয়াছেন । ইহাতে অনেকের সুবিধা হইবে । ঐযতীন্দ্রমোহন দত্ত শ্ৰীমদ্ভগবদগীতা—ঐউমেশচন্দ্র গুহ বি-এল সম্পাদিত । প্রাপ্তিস্থান— বরদাভবন , পোঃ চকবাজার, চট্টগ্রাম। মূল্য ।• আন । আলোচ্য গ্রন্থখানি সরল বাংলা কবিতায় গীতার অমুবাদ । ইহাতে গীতার মূল শ্লোকগুলি নাই। দুৰ্ব্বোধ্য শব্দের টাকা প্রত্যেক পুষ্ঠার নিম্নভাগে সন্নিবেশিত হইয়াছে। এই পুস্তকটিকে আমরা অল্পবয়স্কদিগের উপযোগী বলিয়া মনে করি । শ্ৰীজিতেন্দ্রনাথ বসু শিশুমনের চলচ্চিত্ৰ—শ্ৰীমতিলাল দাশ। শিৰসাহিত্য কুটার, ২৬৮ এ, হারিসন রোড। মূল্য ১২ টাকা । উপন্যাস। বেশ ঝরঝরে ভাষায় শৈশব-জীবনের অভিজ্ঞতার উপর কল্পনার রং ফলাইয়া বইখানি লেখা। ঘটনা তুচ্ছ হইলে ক্ষতি হয় না যদি শিল্পী সেই তুচ্ছতার সঙ্গে ভূমার যোগটি আবিষ্কার করিয়া পাঠকের দৃষ্টির সামনে ধরিতে পারেন, চলমানের মধ্যে শাশ্বতের সজ্ঞান দিতে পারেন । লেখক সে-শক্তির পরিচয় দিয়াছেন । জায়গায় জায়গায় ঘটনার উপর মস্তব্যের আতিশষ্যে পাঠকের গতিবিলাসী মন একটু বাধা পায়। এদিকটায় একটু সংযম থাকিলে ভাল হইত। -