পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠিপত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সতোলানাথ ঠাকুরকে লিখিত । نعكا، لي.s শান্তিনিকেতন * : *b* ভাই সতু, তোমার চিঠি পাইয়া বাচিলাম। আমি মনে কবিয়ছিলাম— আমি যেমন কলিকাতার রোগশয্যা হক্টতে “হিজলি সে আয়া” আবঙ্গ" শাস্তিনিকেতনে আসিয়াছিলাম—তুমি হয়তো সেইরূপ অবস্থায় রাচিতে উপনীত হইয়াছ । আমি political horizon zło একমুঠ ঘনমেঘাঞ্চন চাচিয়া লইয়া অত্র সম্বলিত পাঠাইতেছি— ইহাতে হয়তো তোমাৰ চক্ষু ফুটিবে । আমি সপ্তাহ পুৰ্ব্বে গান্ধীকে যে একখানি পত্র লিখিয়াছি এই সঙ্গে তাহারে। নকল পাঠাইতেছি । তোমার বড়দাদা My most revered friend Mr. Gandhi I wish with all my heart that you will go on, inflinchingly, in your work of helping our misguided people to overcome Fril by Good. At times it seems to me that the penance and fasting which you enjoin are not quite the things that are necessary. But on second thought I find that we are not competent to judge the matter aright from our standpoimt. You are deriving your inspiration from such a high source that, instead of calling in question the appropriateness of your sayings and doings, we ought to thankfully recognize in them the fatherly call of providence full of divine wisdom and power. May God be your shield and strength in this awful crisis. Your affectionate old Barodada Dwijendranath Tagore এই চিঠিখানা যখন আমি লিখিয়াছিলাম তখন ছাপার কাগজের বর্তমান সংবাদটা আমি পাই নাই । [ গুণেন্দ্রনাথ ঠাকুরকে লিখিত । শুভাশিষাং রাশয় সন্তু— পরমপূজনীয় শ্ৰীযুক্ত কৰ্ত্তামহাশয় বোধ হয় বাটি আসিবার মনঃস্থ করিয়াছেন। ইত্যবসরে জমিদারি সংক্রান্থ সকল বিষয় জ্ঞাত হইয়া থাকা আমার পক্ষে কৰ্ত্তব্য। এই জন্য কটকের জমিদারী সম্বন্ধে যে সকল বিষয় জানিবার আবখ্যক হইয়াছে তাঙ্গর জন্য নায়েবকে লিথিয়াছি। অন্যান্য জমিদারী সম্বন্ধেও ঐরূপ আবশ্যকমতে কাগজপত্র তলব করিতেছি । বালকদিগকে আমি যে প্রণালীতে পড়াইতেছি তাহাতে যদি জমিদারী কাছারির কায্যে মনোযোগ দিবার পক্ষে কিঞ্চিং ব্যাঘাত হয়, তথাপি সেই অল্প ক্ষতি স্বীকার করিয়াও আমি প্রত্যঙ্গ তাহাদিগকে রীতিমত পড়াইতেছি । কিন্তু তাঙ্গদের পড়াইয়াও এত সময় থাকে যে জমিদারী কায্যের বিশেষ কোন ক্রটি হইতে পারে না । এখানে তোমরা যখন আসিবে তখন প্রত্যক্ষ দেখিবে দেখিয়া যদি তোমাদের মনোনীত না হয় তবে তোমরা যেরূপ বলিবে তাহাই করিব। পরমপূজনীয় শ্রযুক্ত কৰ্ত্তামহাশয়কেও লিথিয়াছি তিনি কি আদেশ করেন তাহারও প্রতীক্ষা করিতেছি । সেদিন বিদ্যাসাগরের সহিত সাক্ষাৎ করিয়া স্কুল বিষয়ে কথোপকথন করাতে তিনি আমার শিক্ষাপ্রণালীর সম্পূর্ণ অমুমোদন করিলেন । এ বিষয়ে গুণু চিস্তিত হইও না । শিক্ষাপ্রণালী দেখিয়া তোমার যদি হৃদবোধ না হয় তবে আমি, যাহা বলিবে তাহাই করিব। মেলা, পরিপাটিরূপে সমাধা হইয়া গিয়াছে। রোস্তমজির বাগানে হইয়াছিল। প্রবেশের টিকিট ॥০ ধাষ্য হইয়াছিল। লোকসমারোহ যেমন তেমনি তবে কিছু কম হইয়াছিল । জ্যোতির নাটক কিরূপ হইয়াছে দেখিবার জন্য আগ্ৰহাম্বিত আছি । আমার কবিতার স্রোত বন্ধ হইয়া গিয়াছে, ইহার বিশেষ কারণ মেলার হাঙ্গামা । All right here Billiard coffWTA szef- zą Hi –fr: #f Never miud. শ্ৰীদ্বিজেন্দ্রনাথ শৰ্ম্মণ: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে লিখিত ] জ্যোতি, স্কুলে বালকেরা টে'কিতে পারিল না, আমি দুই প্রহর হইতে ৪টা পৰ্য্যন্ত এবং পণ্ডিত সকাল বেলায় তাহাদিগকে পড়াইতেছি-ছেন। তাঁহাদের স্কুল অপেক্ষ ভাল পড়া হইতেছে। ঐদ্বিজেন্দ্রনাথ শৰ্ম্মণ: