পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] উপহার Ե-Գ লক্ষ্মী, গেরস্তর হারাতে নেই । . আমি রেলগাড়ীতে অচেনা ট্যাক্সিতে জিনিষ হারিয়েও পেয়েছি।” বড়-যা বলিলেন, “কিসে আর কিলে ? গলাটা কাটেনি এই চোদপুরুষের ভাগ্যি, আবার জিনিষ ফিরে পাৰে ! একেবারে সাক্ষাৎ ডাকাতি, একে কি হারানো বলে ?” সাত দিনের দিন পুলিস হইতে খবর আসিল কতক চোরাই মাল পাওয়া গিয়াছে, তাহাজের জিনিলের সহিত মিলে কিনা দেখিয়া যাইতে হইবে । স্বরূপার বড়-জা গলায় আঁচল দিয়া জোড়হন্তে মা দুর্গাকে নমস্কার করিয়া বলিলেন, “হে মা দুর্গা, জোড়াপাঠ দেৰ মা, এ যাত্রা যেন সফল হয়।” স্বরূপ মুখে কিছু বলিল না, কিন্তু মনে মনে মানত করিল যদি সব ফিরিয়া পায়, তাহা হইলে গায়ে যৎসামান্ত যা অলঙ্কার আছে তা মা’র পূজায় ব্যয় করিবে । অনুরূপবাবু বাড়ির একটি বৃদ্ধ আত্মীয়াকে সঙ্গে করিয়া রওনা হইলেন । স্বরূপ ত থানায় যাইবে না, কাজেই গহনা দেখিয়া চিনিতে পারিবে এমন একজন बौ८णाक गरण थांक कोहे । शक्रशl ७हे बूफ़ौ পিসিমাকেই প্রতিনিধি পাঠাইয়াছিল । भश्ना दाहिब श्ल, श्चूिशनौ ज्डद्र" कृशाब्र **हा, সোনার ফাদ নখুনি, নাকের বেশর, পায়ের গোছাভরা মল ইত্যাদি। দেখিয়া পিসিম, “দুর্গা ছুগ’ বলিয়া মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন, “মাগো মা, কোন মেড়োনির গায়ের ভোলকালীমাখা ধত গয়না ঘাটুতে আমায় টেনে নিয়ে এলে ?” দ্বিতীয় আর একদিন আমুরূপ এক আসিয়া কোন একটি সাত বছরের খুকীর কোমরের বিছা, হাতের রুলি ও মাথার ফুলচিরুণী পৰ্য্যবেক্ষণ করিয়া গেলেন। যাক, আশা ছাড়িয়া দেওয়াই ভালো। যা গিয়াছে उशिब्रि षष्वि। कविव। चाब्र झि इेबः ? 鞅 鞅 鞅 স্বরূপ বসিয়া পূজার দিন গুণিতেছিল আর ভাবিতেছিল এবার কিছু একটা ছুতা করির সে পূজার কয়দিন গেয়োখালিতে তাহার খুড়তুতো বোনের বাড়ি কাটাইয়া আসিবে। তাহা হইলে নিরাভরণ বেশে আর দশজনের চোখের সম্মুখে তাহাকে পড়িতে হইবে না। ছোট একটি ছেলে একখানা চিঠি হাতে আর তিন চারজনের আগে আগে ছুটিতে ছুটিতে আলিয়া বলিল, “কাকীম, তোমার চিঠি । আমি সকলের আগে এনেছি।” বাকি কয়জন চীৎকার করিয়া উঠিল, “আমিও দেব।' . সকলের হাতে চিঠিখানা একৰার করিয়া দিতে হইল। প্রত্যেকেই “এই নাও বলিয়া স্বরূপাকে ফিরাইয়া দিল । সকলেরই দেওয়া হইল । ছেলেদের খেলা এক মূহূর্ভেই শেষ হইয়া গেল । তাহারা আবার নূতন একটা কিছুর অন্বেষণে অদৃশু হইয়া গেল । 發 স্বরূপার স্বামী লিখিয়াছে, “এবার পূজোয় কি উপহার বল দেখি ? তুমি কিছুতেই বলতে পারবে না । তোমার হীরার নেকলেসের সঙ্গে মানাবে, কবির চুড়ির সঙ্গেও মানাবে, পাল্লার ছলের সঙ্গেও বেমানান হবে না। এমন জিনিব ভাবতে পার ? কত তার দাম পড়েছে বলব না। কিন্তু তুমি একদিন বলবে তোমার সমস্ত গহনার মোট দামের চেয়েও তার দাম বেশী । কাল সকালে তুমি সেটি পাবে।” স্বরূপ ভাবিল অতি তুচ্ছ উপহারের দামও ত এখন তাহার সমস্ত অলঙ্কারের চেয়ে বেশী । কিন্তু স্বামী ত তা জানেন না। তবে কি মহামূল্য রত্ন তাহার জন্য আসিল স্বামী fক সন্ধান করিয়া সমস্ত অলঙ্কার উদ্ধার করিয়া পঠাইয়াছেন ? তাহা কি একেবারেই অসম্ভব ? তবে তাহার আশ্চৰ্য্য ক্ষম৷ বলিতে হইবে। একটা তিরস্কার নাই, অন্থযোগ নাই উপদেশ নাই, কেবল সাদর উপহারের অর্ঘ্য । স্বরূপ চিঠির কথা কাহাকেও কিছু বলিল না । পরদিন সকালেই বাহির বাড়িতে একটা গোলমাল শোনা গেল। কি একটা জিনিষ লইয়। চাকর-বাকর সবাই ব্যস্ত হইয়া উঠিয়াছে। একজন বলিতেছে "ওরে, ছোটবেীমাকে আগে খবর দে।” আর একজন বলিতেছে, “সাত ভাড়াতাড়ি যেখানে সেখানে টেনে