পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘খজুরাহা স্বৰ্গীয় কৃষ্ণবলদেব বৰ্ম্ম৷ গুপ্ত সম্রাটদিগের যুগে “জীজভূক্তি” নামে খ্যাত এবং বল্পমানকালে বুন্দেলখণ্ড নামে পরিচিত, প্রাচীন ইতিহাস-প্রসিদ্ধ “সজুঙ্গোভি" দেশে গঙ্গুরবাহ নামক প্রসিদ্ধ নগর ও তীর্থস্থান ছিল । এই নগর এখন ছত্রপুর রাজ্যের রাজধানী ছত্রপুর হইতে সাতাশ মাইল পূৰ্ব্বে, পান্ন। রাজধানী হইতে পচিশ মাইল উত্তর-পশ্চিমে এবং সুকুন নদী হইতে অ্যট মাইল পশ্চিমে স্থিত । জি-আই-পি রেলওয়ের ঝাঁসী-মাণিকপুর শাখার হরিপালপুর অথবা . o . 酉 o - 安 o o -

à 瓯、 মহোবা ষ্টেশন এবং ই-"আই রেলওয়ের এলাহাবাদ জব্বলপুর শাপার সত না ষ্ট্রেশন পঙ্গুরাহ যাইবার পথ । ইহার মধ্যে হরিপালপুর দিয়া যাওয়াই স্ববিধা, কেন-না, ঐ ষ্টেশনে ভাড়ার মোটর সর্বদাই মজুত থাকে ৷ পান্না হইতে যে পথ নৌগা ৪ গিয়াছে তাহার উপর বর্মীঠা নামে গ্রাম ও পুলিশ চৌকী আছে। বর্মীঠা হইতে উত্তরমুখে এক পাকা রাস্তা গিয়াছে । তাহার উপর বমীঠা হইতে সাত মাইল উত্তরে "গজুরাহা’র বর্তমান স্থিতি । চিত্রগুপ্তেশ্বর শিব মন্দির-খজুরাহা ՖՀ