পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—রবীন্দ্রনাথ কবিসার্বভৌম S6:6: এখন বাংলা দেশের মুসলমানের সংখ্যা ছাড়া আর কিলে অমুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ ও যোগ্যতর, তাহা মুসলমান বাঙালীদের নেতাদের বিবেচ্য। প্রভূত্ব বা কতৃত্ব শিশুর হাতের মোয়া নয়, যে, ইচ্ছামত একজনের হাত হইতে অন্যকে দেওয়া যায়। দিলেও রাখিতে পারিবার এবং সব কাজ চালাইবার ক্ষমতা চাই । ডাঃ মুঞ্জে ও ডাঃ আম্বেদকারের দাবি কাগজে দেখিলাম, ডাঃ মুঞ্জে ডাঃ আম্বেদকরের উপস্থাপিত অবনতদের দাবিতে সায় দিয়াছিলেন। ইহা সত্য হইলে ইহার কারণ কতকটা বুঝিতে পারা যায়। মুসলমানরা অবনতদের দাবির সমর্থন করিয়া তাহাদিগকে নিজেদের দলে টানিতে চার এবং আপনাদিগকে "উচ্চ” শ্রেণীর হিন্দুদের চেয়ে তাহদের বন্ধু বলিয়া পরিচয় দিয়া তাহাদিগকে মুসলমান করিতে চায়। স্বতরাং ঐ হিন্দুরাও যে তাহাদের বন্ধু তাহা জানাইয়াও তদন্থরূপ ব্যবহার করিয়া মুসলমানদের চালট ব্যর্থ করা দরকার। বস্তুতঃ হিন্দুমহাসভা, গান্ধীজীর মত, অস্পৃশ্বভার বিরোধী । গান্ধীজী ও দেশী রাজ্যের প্রজাবগ মহাত্মা গান্ধীজী অন্যান্য লোকসমষ্টির মত দেশী রাজ্যের প্রজাদেরও আপনাকে প্রতিনিধি বলিয়াছেন । তিনি তাহাদের প্রতিনিধিত্ব করিবার সম্পূর্ণ যোগ্য তাহাতে সন্দেহ নাই। কিন্তু তিনি যে বলিয়াছেন, দেশী নৃপতিরা স্বদেশপ্রীতি ও মহানুভবতাবশতঃ •(generously and patriotically) Twission ফেডারেশুনে যোগ দিতে স্বতঃপ্রবৃত্ত হইয়া প্রস্তুত হইয়াছেন, ইহা দেশী রাজ্যের প্রজারা বিশ্বাস করে না । ইহা যথার্থও নহে। তাহারা যে নিজের স্ববিধা ও স্বার্থসিদ্ধির জন্য ফেডারেশুনে যোগ দিতে রাজী, তাহার ‘প্রমাণ র্তাহীদেরই ভাষণ ও লেখা হইতে দেওয়া যায়। मशझांबौ पनि ठांश जांप्नन न e चछ ब्ररूष बिचान করেন, তাহ হইলে অধিক কিছু বলিতে চাই না! কিন্তু ङिनि cष ऊँiश८मब्र ब्रां८जाब्र चांडाखर्द्रौण बाiशां८द्र ७ब६ সমগ্রভারতীয় ব্যবস্থাপক সভায় প্রতিনিধি প্রেরণ বিষয়ে केि छू दणी यशक्लिङ भटन क८ब्रन ७द९ 4गव জিনিষ উহাদের বিবেচনা ও মঞ্জির উপর ছাড়িয়া দিতে চান, ইহা দেশী রাজ্যের প্রজাদের মতের অস্থযায়ী কথা নহে। একাধিক কনফারেন্সে ঘোষিত প্রজাদের মত এই, যে, দেশী রাজ্যসকলে প্রজাদের অধিকার নিদিষ্ট হওয়া চাই, প্রজাতন্ত্র শাসনপ্রণালী চাই, নির্দিষ্ট আইন অনুসারে স্বাধীন বিচারকদের দ্বারা বিচার চাই, ইত্যাদি, এবং সমগ্রভারতীয় ব্যবস্থাপক সভায় দেশী রাজ্যের প্রতিনিধির প্রজাদের দ্বারা নিৰ্ব্বাচিত হওয়া চাই । গান্ধীজী বদি এসব কথা খবরের কাগজে না পড়িয়া থাকেন, তাছা হইলে তাহ। র্তাহার মত দেশনায়কের ও দেশী রাজ্যের স্বয়ংনিদিষ্ট প্রতিনিধির উপযুক্ত হয় নাই। আর যদি এসব কথা জানিয়াও তিনি অগ্রাহ্য করিয়া থাকেন, তাহ হইলে তাহা আরও আকুচিত হইয়াছে । স্বগীয় কিরণধন চট্টোপাধ্যায় শ্ৰীযুক্ত কিরণধন চট্টোপাধ্যায় মহাশয়ের মৃত্যুতে বাংলা সাহিত্য ক্ষতিগ্রস্ত হইল। তিনি কলিকাভু। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করিয়া বহু বৎসর হক্টতে অধ্যাপকের কার্ষ্যে নিযুক্ত ছিলেন। তাহার মত জ্ঞানী ও স্বকবির অকালমৃত্যু দুঃখকর । রবীন্দ্রনাথ কবিসাৰ্ব্বভৌম বাংলা দেশের, ভারতবর্ষের ও পৃথিবীর যে অগণিত লোকসমষ্টি ও নানা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথের গুণগ্রাহী, । র্তাহাদের সেই গুণগ্রাহিতার বাহ প্রকাশও আবশ্যক । এই জন্ত কলিকাতার সংস্কৃত কলেজ সভা করিয়া রবীন্দ্রনাথকে কবিসাৰ্ব্বভৌম উপাধি দেওয়ায় আমরা আনন্দিত হইয়াছি । আমাদের প্রীত হইবার আরও একটি কারণ আছে। উপাধিদানের কিছু দিন আগে সংস্কৃত কলেজের প্রিন্সিপ্যাল মহাশয়ের সহিত