পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চেলী ক্যানিয়নের একটি হোগান নেভ্যাহোর সেই পথে পৃথিবীতে উঠিতে আরম্ভ করিল ; তখনও কিন্তু জল তাহীদের পিছনে পিছনে আসিতেছিল। ইহার কারণ নির্ণয়ের জন্ত তাহাদের এক সভা বসিল । অস্থসন্ধান করিয়া জানিতে পারা গেল যে, শেয়াল, ব্যাজারকে চুরি করিয়া লুকাইয়া রাখিয়াছে। ব্যাজার জলের অত্যন্ত প্রিয় জন্তু ; স্বতরাং তাহাকে উদ্ধার করিবার জগুই ষে জল এমন করিয়া চারিদিক হইতে তাড়া করিয়া আসিতেছিল তাহা বুঝা গেল। ফলে শেয়ালকে ব্যাজারটিকে ফিরাইয়া দিতে হইল। সঙ্গে সঙ্গে বস্তাও থামিয়া গেল । পৃথিবীতে আসিয়া নেভ্যাহোরা দেখিতে পাইল ছয়টি পাহাড়ে তাহাদের চারিদিক ঘিরিয়া রাখিয়াছে। অধস্তন লোকের ছয়টি পাহাড়ের নামেই এইগুলির নামকরণ হইল। এই পৰ্ব্বতগুলিকেই তাহার নিজেদের সীমানা (Penkshinosto) স্থির করিয়া ঐ স্থানে বাস করিবার সঙ্কল্প করিল। জল তাহাদের পিছনে পিছনেই আসিয়াfsw sxs stor +fasi wisas (Hancinekshii) তাহারা আনিয়াছিল। কিন্তু ঘর তৈয়ারী করিবার কৌশল তখনও তাহারা জানিত না। অবশেষে উষার দেবতা (Quasticiyalci) azt zártrzy cwrs! (Quastciquagan) দুইজনে মিলিয়৷ মাটি ও কাঠ দিয়৷ তাছাদের ঘর বাধিতে শিখাইয়া দিলেন। শেষোক্ত দেবতার নাম श्हें८ङझे घब्र●गिएक Quogan दणी झग्न । घब्र ६ङष्ठां★; করিবার সময় আজিও নেভ্যাহোর এই দেবতাদের নিকট ভক্তিভরে প্রার্থনা করিয়া থাকে। ক্রমশঃ