পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ6 Ն L ৩১শ ভাগ, ২য় খণ্ড উৰুি আঁকা দুষ্টটি ইণ্ডিয়ান পুরুষ এই ইণ্ডিয়ান জাতিটির মধ্যে এখনও শত্রুর মাথার ও মুখের ছাল ছাড়াইবার নৃশংস প্রথা বৰ্ত্তমান । শক্রকে বন্দী কপ্রিয়া ইহারা প্রথমে মুখ ও মাপার মাংস ও চামড়া ছাড়াইয়। লয়। পরে উহ! গরমজলে ভিভাইরা ও রৌদ্রে শুকাইয়া শাস্তে আস্তে গঙ্কুচিত করিয়া আনে এবং ইহার ভিত্তরে বালি ও পাথরের কুচি ভরিয়া একটি ছোট মানুষের মাথা গড়িয়া বিগুয়ের নিদর্শন স্বরূপ ঘরে জুলাইর রাখে। পাশের চিত্রে এই উপায়ে সঙ্কুচিত একটি স্ত্রীলোকের মুখ দেখান হইয়াছে। এই স্ত্রীলোকটির মাথার চুলের দর্ঘ্য ঠিক পূর্বের মতই আছে, কেবল মুখ ও মাথাটিকে সঙ্কুচিস্ত করিয়া হাতের মুঠার মধ্যে ধরিয়া রাখিবার মত করিয়া ফেলা হইয়াছে । মাকুইস অফ ওয়াস্ত্ৰে অস্তান্ত ইণ্ডিয়ানদের মধ্যেও গিয়াছেন। পির ও উকাইয়ালি ইণ্ডিয়ানদের মধ্যে উদ্ধি পরিবার বিচিত্র প্রণা বিদ্যমান। অঙ্ক এক ইণ্ডিয়াম জাতি এখনও ইঙ্কীদের মত বিচিত্র পরিচ্ছদ ও মুখোস পরিয়া নৃত্যোৎসব করে। অতিসূক্ষ্ম প্রভেদ প্রদর্শক তুলাদণ্ড– বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহের বৈজ্ঞানিক পরীক্ষণাগারে রসায়নী বিদ্যার ছাত্রেরা এরূপ তুলাদণ্ড দেখিয়া ও ব্যবহার করিয়া থাকেন, সাঙ্গাত্তে ওজনের সামাঙ্গ প্রভেদও ধরা পড়ে। এই শিক্তিগুলি প্রায়ই ছোট ছোট অল্প ভারা জিনিষ ওলন করিবার জল্প ব্যবহৃত হয়। সায়েন্টিফিক্‌ আমেরিকান নানক বৈজ্ঞানিক মাসিক পত্রের জানুয়ারী সংখ্যায় একটি অতিক্স প্রভেদ প্রদর্শক তুলাদণ্ডের ছবি দেওয়া DBBBBS BBSBS S BBB BBB BB BBB BB BBD BB জিনিষ ওজন করা যায়। অথচ এক টুকরা কাগজ ওজন করির তাহীর পর কাগজটিতে দুই-তিনটা পেন্সিলের দাগ কাটিলে তাহাতে হাঙ্গার ওজন যতটুকু লাড়ে, তাছাও এই বৃহৎ নিক্তিতে ধরা পড়ে। সায়েন্টিফিক্‌ আমেরিকান বলেন, ইহা জামেরিকার অতিসূক্ষ্ম প্রভেদ প্রদর্শক তুলাদণ্ডগুলির মধ্যে সকলের চেয়ে বড়।