পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-ԳՖ পরে বৈজ্ঞানিক উপায়ে বিচ্ছিন্ন করা হয়। হাইড্রলিক্‌ মেন-এর ভিতর দিয়া চালনা করিবার পর কোল গ্যাসকে আবার কতকগুলি লম্বা নলের ভিতর দিয়া চালনা করা হয়। ঐ নলগুলিকে বাহির হইতে ঠাণ্ডা জল কিংবা ঠাগু বাতাসের সাহায্যে ঠাণ্ডা রাখা হয়। উদেঙ্গ যদি কিছু কোল্টার বায়বীয় অবস্থায় থাকিয়া যায়, তবে তাহা ঐ নলের ভিতর জমিয়া যাইবে। ইহাতেও আশা মিটে না । লম্বা নলের পর গ্যাসকে টার এক্সট্রাক্টার (tar extractor) নামক আর একটি যন্ত্রের ভিতর দিয়া চালনা করা হয় । ইহাতে যা-কিছু টার অবশিষ্ট থাকে, ঐখানে জমিয়া তরল অবস্থা প্রাপ্ত হয়। বিত্র, দুৰ্গন্ধ কোলটারের এমনিই আদর। যাহাতে উহার এক ফোটাও নষ্ট না হয়, তাহার জন্য কত চেষ্টা । টার এক্সট্রাকৃটার হইতে বাহির হইবার পরে কোল গ্যাসকে ওয়াটার স্কাবাবু ( water scrubber ) Rfn-F af gæfð KR fszą দিয়া চালনা করা হয়। ঐখানে কোল গ্যাসে অন্যান্য যে সকল অবিশুদ্ধ গ্যাস অর্থাৎ বায়বীয় পদার্থ থাকে, তাহা দূর হইয়া যায় এবং কিছু য়্যামোনিয়াও জমিয়া যায়। এই য়্যামোনিয়াটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিষ ; উহার বেশীর ভাগই হাইড্রলিক মেন-এ জমিয়া গিয়াছিল। অবশেষে কোল গ্যাসকে কতকগুলি পিউরিফায়াস-এর ( purifiers ) ভিতর দিয়া চালনা করা হয় ; তাহাতে তাহার সমস্ত অবিশুদ্ধ অংশ পিউরিফায়াসের ভিতর থাকিয়া গিয়া গ্যাসটিকে আলো এবং উত্তাপ প্রদানের সম্পূর্ণরূপে উপযোগী করা হয়, সৰ্ব্বশেষে ঐ গ্যাসকে গ্যাস হোলডার ( gas-holder ) নামক একটি বৃহৎ বৃত্তাকার পাত্রে জমাইয়া রাখা হয়, ঐ পাত্রের সহিত শহরের সমস্ত গ্যাস সরবরাহকারী নলগুলির সংযোগ থাকে এবং দরকার-মত গ্যাস উহা হইতে চালিত হইয়া সমস্ত শহরকে আলোকিত করে। ইহা উত্তাপৰূপেও কত উপকার করে;এমনকি প্রয়োজন হইলে রায়ার ব্যবস্থাওকরিতে পারে। ১৮১৩ খৃষ্টাব্দে সৰ্ব্বপ্রথম লওনের রাস্তা কোল গ্যাস স্বারা আলোকিত করা হয়। এক্ষণে কোল গ্যাস শিল্পজগতের একটি প্রধান শিল্পে পরিণত হইয়াছে এবং পৃথিবীর সর্বত্র ইহা হইতে উত্তাপ এবং আলোক সংগ্রহের প্রবাসী—চৈত্র, ১৩৩৮ [७s* छां★, २ग्न थं७ ব্যবস্থা করা হইয়াছে। এক্ষণে শুধু ইংলণ্ডেই প্রতিবৎসর Sఆe, e , e e (এক কোটা যাটু লক্ষ ) টনের অধিক পাথুরে কয়লা এই গ্যাস প্রস্তুতের জন্ত ব্যবহার করা হয় । বৈদ্যুতিক আলোকশিল্প এই গ্যাসশিল্পের এক ভীষণ প্রতিদ্বন্দ্বী হইয়া উঠিয়াছিল। বৈদ্যুতিক আলোর এক প্রধান সুবিধা এই যে, এক স্থানে স্বইচ, অর্থাৎ চাবি-টিপিলেই সমস্ত শহরসনে সনে আলোৰিত হইয়া উঠে ৰুি গ্যাসের আলোতে প্রত্যেকটি বাতি ভিন্ন ভিন্ন করিয়া জালিতে হয়। বৈদ্যুতিক আলোর বহুল প্রচারে এক সময় গ্যাস আলো লুপ্তপ্রায় হইয়া যাইবার সম্ভাবনা ছিল। বিপদ হইল কোল গ্যাস কারখানায় মালিকগণের । বহু সহস্ৰ লোক তখন ঐ শিল্পে নিযুক্ত রহিয়াছে এবং বড় বড় শিল্পগৃহ গড়িয়া উঠিয়াছে। এমন সময় যদি কোল গ্যাসের ব্যবহার বন্ধ হইয়া যায়, তাহা হইলে পাথুরে কয়লায় উত্তাপ প্রদান করিয়া অন্তান্ত ষে-সমূদয় দ্রব্য পাওয়া যায় তাহাদের দাম বাড়িয়া যাইবে অতএব তাহাদিগের চাহিদা কমিয়া যাইবে। ১৮৮৫ খৃষ্টাব্দে Auer নামক এক ব্যক্তি এক প্রকার ইনকানডেসেন্ট ম্যানটল ( incandescent mantle ) আবিষ্কার করিয়া কোল গ্যাস শিল্পকে বৈদ্যুতিক আলোর ভীষণ প্রতিযোগিতায় বিলুপ্তি হইতে রক্ষা করিল। অধুনা কারবিউরেটেড ও ওয়াটার গ্যাস ( carburetted water gas ) নামক অঙ্ক একপ্রকার গ্যাস কোল গ্যাসের সহিত মিশ্ৰিত করিয়া বৰুৱকরা হয়। তাহাতে উহার উত্তাপ-উৎপাদন ক্ষমতা প্রচুর পরিমাণে স্বাড়াইয়া দেয়। এক্ষণে আমরূবেশ বলিতে পারি যে, কোলক্ট্র্যাসের আলো বৈদ্যুতিক প্রতিযোগিতায় দাড়াইতে ক্ষম হইয়াছে। পাথুরে কয়লা উত্তাপ প্রদান করিয়া গেলে, বিত্ৰ, দুৰ্গন্ধ কোলটাৰু পাওয়া যায়, তাহারাষ্ট্রনিকের নিকট সৌন্দর্ঘ্য এবং স্বগন্ধের খনি, কত প্রকারের সুগন্ধি আতর এবং বিভিন্ন প্রকারের রং যে ইহা হইতে পাওয়া যায়, তাহার বিস্তৃত বিবরণ দিবার উপায় এখানে নাই। শুধু ৰে রং এবং আতরই ইহা হইতে পাওয়া যায় তাহা নহে,আরও অনেক বিভিন্ন প্রকারের প্রয়োজনীয় রাসায়নিক ফ্রব্য এই কোলটার হইতে বাহির করিয়া লওয়া হয়। ১৯১৩ খৃষ্টাৰে ८कबजयांज दे९ण७ *इब्र हड्रेटङ थांब ७,ea,७७,००० (डिन