পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.لماء যাদবপুর যক্ষা-চিকিৎসালয় 8X cब्रागैब्र भग्ननकक-दोषवशूद्र বল্প চিকিৎসালয় রোগীর জন্য যে ক্ষুদ্র কুটার হাসপাতাল প্রতিষ্ঠিত হইয়াছিল, আজ সেইখানে পঞ্চাশ জন রোগীর জন্ত একটি স্বন্দর আদর্শ ধরা চিকিৎসালয় নিৰ্ম্মিত হইয়াছে। অক্লাস্তকৰ্ম্মী ডাক্তার কুমুদশঙ্কর রায়ের সৌজন্যে আমি উক্ত চিকিৎসা লয় ও সন্নিহিত পুষ্পকাননশোভিত বিস্তৃত প্রাঙ্গণ দেখিয়া আসিয়াছি। মুক্তবায়ুসেবিত স্বৰ্য্যকিরণ উদ্ভাসিত প্রকোষ্ঠে রোগীরা আনন্দে সময় অতিবাহিত করিতেছে। স্থচিকিৎসার সমুদয় উপকরণ স্থসজ্জিত। প্রত্যেক রোগীর পকেটে একটি ছোট শোধক লোশনপূর্ণ নিষ্ঠীবন পাত্র আছে। রোগবীজপূর্ণ কফ আর কোথাও ফেলিতে छ्ड्स नl । श्रृङ्का “ब६ 'नब्रicoब्र चन षष्कोट्ब्रह्म इझिा वैीश्ाङ्ग অস্তরে পতিত হয়, চিত্তপ্রফুল্লকর স্থান ও আয়োজন অনেক পরিমাণে সেই অন্ধকার দূর করে এবং সেই রোগীকে আরোগ্যের পথে অগ্রসর করে। যাদবপুরে সেই সমুদয় আয়োজন রহিয়াছে। আনন্দের বিষয়, বঙ্গীয় সরকার, কলিকাতা কর্পোরেশন, बिः *ि-ग्,ि बहङ्ग, षघ्वखंड्ब्र भङ्ांब्रांखां चरिष्ठब्र नाग्न চিকিৎসালয়ের অর্থকোষ পুষ্টিলাভ করিয়াছে। কিন্তু অর্থের আরও বিশেষ প্রয়োজন। রোগীদের আরামের • জন্ত আরও একশত বিঘা জমির প্রয়োজন। এতদ্ভিন্ন বাৎসরিক ব্যয় প্রায় ১•,•••• এবং গৃহনিৰ্ম্মাণ বাবদ ঋণ প্রায় এক লক্ষ । আশা করা যায়, সহৃদয় জনসাধারণ চিকিৎসালয়ের পূর্ণবিকাশ সম্বন্ধে কর্তৃপক্ষদিগকে সাহায্য করিবেন ; কর্তৃপক্ষদের নাম — > I ૨ | اع " 8 | & স্যর নীলরতন সরকার—সভাপতি স্যর পি-সি- রায় স্যর হরিশঙ্কর পাল মিঃ পি-সি- কর মিঃ শরৎচন্দ্র বস্ব • .৬। ডাক্তার বিধানচন্দ্র রায় • ৭। শ্ৰীযুক্ত প্রভুদয়াল হিমৎসিংক 22 I مb সত্যানন্দ বস্ব, কোষাধ্যক্ষডাক্তার কুমুদশঙ্কর রায়-সম্পাদক • 2 : o