পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] তারের বেড়ার অবস্থা ও আমাদের ‘মার্চ ষে পথে হইবে তাহা কতটা শক্রর তোপের অধীন তাহা নির্ণয় করার জগু হসিয়ার গুপ্তচর নিয়োগ—এইরূপে আমরা ভাবী যুদ্ধের আয়োজন করিতে লাগিলাম। সমস্ত ব্যবস্থা ও দ্বীপময় ভারত 6כ"ל সন্ধান সম্পূর্ণ হইলে ১৯ আগষ্ট প্রথম আক্রমণের দিন ধার্ষ্য হইল। আমাদের জলের প্রধান লক্ষ্য পূৰ্ব্বচিকুয়ানশান । ক্রমশঃ দ্বীপময় ভারত ঐস্থনীতিকুমার চট্টোপাধ্যায় [ ২• ] বর-বৃদ্ধর স্তুপ ২২শে সেপ্টেম্বার, বৃহস্পতিবার – আজ সকালে আমরা বর-বুছর দেখতে যাত্রা ক'রলুম সাড়ে নটার দিকে। একটা ডচ ভদ্রলোক তার গাড়ী পাঠিয়ে দিয়েছিলেন, তাতে, আর পাকু-আলাম-এর গাড়ীতে আমরা রওনা হ’লুম। বর-বুদুর যোগ্যকৰ্ত্ত-র বায়ু কোণে প্রায় ছাব্বিশ মাইল দূরে অবস্থিত। যোগ্যকৰ্ত্ত থেকে মোটরে ঘন্ট দেড়েকের মধ্যে যাওয়া যায়। মোটর ছাড়া, যোগ্যকৰ্ত্ত থেকে Moentilan মুস্তিলান গ্রাম পৰ্য্যন্ত ট্রাম আছে,


به----- - - - - - - - - - - - - - -

r <r "اسمه ‘. ..., চণ্ডী মেলুৎ—ীর্ণোদ্ধায়ের পূর্কে মুস্তিলান থেকে বর-বুদ্ধর ন’ মাইল পথ, এটুকু ঘোড়ার গাড়ীতে যায় । বর-বুদ্ধর আর তার কাছাকাছি আর ছুটী ছোটো xfRR-Tjandi Mendoet “sẽì cRT*' vTR Tjandi Pawon “5ëð otsa –es fsaði fatą একটা মন্দির-চক্র । সংশ্লিষ্ট আরও দু-চারটা মন্দির ছিল। এই মন্দিরগুলি মোটামুট ৭৫০—৮৫• খ্ৰীষ্টাব্দের মধ্যে স্বমাত্রার শৈলেশ্রবংশীয় রাজাদের সময়ে নিৰ্ম্মিত হয় । এগুলির অবস্থা অত্যন্ত খারাপ হ’য়ে গিয়েছিল —বিশেষতঃ ছোটো মন্দিরগুলি জঙ্গলের চাপে প’ড়ে আর ভেঙে-চুরে গিয়ে ধ্বংস-প্রায় হ’য়ে গিয়েছিল । ডচ প্রত্নবিভাগ নানা প্রতিকূলতার আর প্রথমটায় নানা ব্যর্থতার মধ্য দিয়ে শেষটায় এদের জীর্ণসংস্কার করেছেন। এই স্বনীর মন্দিরগুলিকে এরা যেন নোতুন ক’রে আবার বিশ্বমানবকে দান করলেন। বিশেষ ক'রে ভারতবর্ষের মনে এর জন্ত কৃতজ্ঞতাবোধ হওয়া উচিত । আমরা প্রথমে চণ্ডী-মেদুৎ-এ পৌছুলুম। সেখানে ডাক্তার বস আর ডাক্তার কালেন্‌ফেলস্ কবির জন্ত অপেক্ষা করছিলেন। উচু পোস্তার উপর মনোহর রেখা-সমাবেশযুক্ত মন্দিরট নিজ মহিমায় প্রতিষ্ঠিত। মন্দিরের গায়ে ভাস্কৰ্য্য আছে, কিন্তু আল্প-স্বল্প । মন্দিরটার শুদ্ধ শালীনতা দেখে চিত্তপ্ৰসন্নভা জন্মে। আমরা মন্দিরট প্রদক্ষিণ করলুম। উপরের পোস্তায় বা পীঠে উঠতে একটমাত্র সিড়ি। এই সিড়ির ধারে কতকগুলি খোদিত চিত্র জাtছ, ড:ভnর বস